পরমাণু ক্ষেপণাস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধের ঘোষণা উত্তর কোরিয়ার
  2018-04-21 15:52:31  cri
এপ্রিল ২১: গতকাল (শুক্রবার) উত্তর কোরিয়ার ওয়ার্কার্স পার্টির সপ্তম কেন্দ্রীয় কমিটির তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশনে আজ (শনিবার) থেকে পরমাণু ক্ষেপণাস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। উত্তর কোরিয়ার কেন্দ্রীয় বার্তা সংস্থার আজ (শনিবার) এ খবর দিয়েছে।

খবর অনুযায়ী অধিবেশনে আরও বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেমন, পরমাণু পরীক্ষা বন্ধের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করা ও দেশটির উত্তরাঞ্চলে পরমাণু পরীক্ষা ঘাঁটি বন্ধ করা। অধিবেশনে বলা হয়, পরমাণু পরীক্ষা বন্ধ করা পরমাণুমুক্ত বিশ্ব গঠনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ। উত্তর কোরিয়া আন্তর্জাতিক সমাজের পরমাণু পরীক্ষা সার্বিক বন্ধের লক্ষ্য ও প্রচেষ্টায় অংশ নেবে।

অধিবেশনে আরও বলা হয়েছে, যে কোনো পরমাণু হুমকি ও উস্কানির সম্মুখীন হলেই কেবল উত্তর কোরিয়া পরমাণু অস্ত্র ব্যবহার করবে এবং দেশটি পরমাণু অস্ত্র ও প্রযুক্তি হস্তান্তর করবে না।

এ ছাড়া উত্তর কোরিয়ার জনসাধারণের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জীবনমান উন্নয়নে সামষ্টিক প্রচেষ্টা চালানোর কথা জোরালোভাবে বলা হয়েছে অধিবেশনে।

(রুবি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040