বাণিজ্য-বিরোধ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনীতির জন্য ক্ষতিকর: আইএমএফ
  2018-04-21 15:16:54  cri
এপ্রিল ২১: আন্তর্জাতিক মুদ্রা তহবিলের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মহাপরিচালক রি ছাং-ইয়োং গতকাল (শুক্রবার) বলেছেন, কিছু কিছু দেশ নিজেকে খুব গুরুত্ব দিয়ে বাণিজ্য-বিরোধ বাড়ায়। এতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনীতির ক্ষতি হবে।

এ দিন এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনীতি পূর্বাভাস সংক্রান্ত প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, বিভিন্ন দেশের উচিত্ বর্তমান নীতিমালা ভিত্তিক বহুপক্ষীয় ব্যবস্থার মাধ্যমে বাণিজ্য-বিরোধ মোকাবিলা করা। বাণিজ্য-যুদ্ধে কোনো জয় নেই। তিনি বলেন, বর্তমানে বহুপক্ষীয় বাণিজ্যিক ব্যবস্থায় এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনীতির উন্নতি হয়েছে। একইসঙ্গে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনীতি উন্নয়নে বহুপক্ষীয় বাণিজ্যিক ব্যবস্থা রক্ষা ও সুবিন্যস্ত করায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আরও সংস্কার, অর্থনৈতিক প্রবৃদ্ধির গুণগতমান উন্নয়ন, পরিষেবা ও উন্মুক্তকরণসহ নানা ব্যবস্থার মাধ্যমে এশীয় অর্থনৈতিক সত্ত্বাগুলো বহুপক্ষীয় বাণিজ্যিক ব্যবস্থা ভালোভাবে রক্ষা করতে সক্ষম হবে বলে মনে করেন রি ছাং-ইয়োং।

(রুবি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040