দক্ষিণ কোরিয়া-চীন আর্থ-বাণিজ্যিক যৌথ কমিটির ২২তম সভা বেইজিংয়ে অনুষ্ঠিত
  2018-04-20 18:56:46  cri
এপ্রিল ২০: চীন-দক্ষিণ কোরিয়া আর্থ-বাণিজ্যিক যৌথ কমিটির ২২তম সভা আজ (শুক্রবার) বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছে। চীনের উপ-বাণিজ্যমন্ত্রী কাও ইয়ান ও দক্ষিণ কোরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী ছো হাইয়ুন যৌথভাবে এতে সভাপতিত্ব করেন।

সভায় কাও ইয়ান বলেন, চলতি বছর চীন-দক্ষিণ কোরিয়া আর্থ-বাণিজ্যিক সহযোগিতা ভালোভাবে চলছে। চীনের প্রথম আন্তর্জাতিক আমদানি মেলায় অংশ নিতে দক্ষিণ কোরিয়াকে আমন্ত্রণ জানানো হয়েছে। চীন-দক্ষিণ কোরিয়া অবাধ বাণিজ্য চুক্তির জন্য দ্বিতীয় পর্যায়ের আলোচনাও শিগগিরি শুরু হবে।

সভায় দক্ষিণ কোরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেন, সদ্যসমাপ্ত বোআও এশিয়া ফোরামে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের ভাষণের ভূয়সী প্রশংসা করে তার দেশ। চীনের প্রথম আন্তর্জাতিক আমদানি মেলায় অংশ নিতেও আগ্রহী দক্ষিণ কোরিয়া। (ওয়াং হাইমান/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040