মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা চোংশিং কোম্পানির প্রত্যাখ্যান
  2018-04-20 18:14:03  cri
এপ্রিল ২০: মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করে আজ (শুক্রবার) বিবৃতি দিয়েছে চীনা কোম্পানি চোংশিং টেলিকমিউনিকেশন ইকুইপমেন্ট কর্পোরেশন (জেডটিই)।

বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের এই নিষেধাজ্ঞা শুধু চোংশিং কোম্পানিকে সংকটে ফেলবে না, অনেক মার্কিন কোম্পানিসহ চোংশিংয়ের সকল অংশীদারের জন্য ক্ষতির কারণ হবে।

বিবৃতিতে আরও বলা হয়, চোংশিং আলোচনার মাধ্যমে এ-সমস্যা সমাধানের চেষ্টা করবে এবং আইনি প্রক্রিয়ায় নিজের অধিকার রক্ষায় সচেষ্ট থাকবে।

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়, মার্কিন সরকারের সঙ্গে করা চুক্তি লঙ্ঘন করার অভিযোগে, চোংশিংয়ের ওপর ৭ বছরের রফতানি নিষেধাজ্ঞা জারি করে। এই নিষেধাজ্ঞার ফলে, আগামী ৭ বছর মার্কিন কোম্পানিগুলো চোংশিংকে খুচরা যন্ত্রাংশ সরবরাহ করতে পারবে না।

(তুহিনা/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040