বাংলাদেশের তথ্য মন্ত্রীর সঙ্গে সাক্ষাত্ করেছেন চীনা রাষ্ট্রদূত চাং জুও
  2018-04-20 15:43:42  cri
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত চাং জুও গত বুধবার বাংলাদেশের তথ্য মন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে সাক্ষাত্ করেছেন। এ সময় চীনা দূতাবাসের সাংস্কৃতিক কাউন্সিলর সুন ইয়েন উপস্থিত ছিলেন।

সাক্ষাতে রাষ্ট্রদূত চাং সংবাদ ও তথ্য ক্ষেত্রে চীন এবং বাংলাদেশের সুষ্ঠু সহযোগিতা পর্যালোচনা করেছেন। তিনি বহু বছর ধরে বাংলাদেশের তথ্য মন্ত্রী হাসানুল হক ইনুর সমর্থনের জন্য ধন্যবাদ জানান এবং দু'দেশের তথ্য মাধ্যমের সহযোগিতা ও 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগে বাংলাদেশের আরো ভালোভাবে যোগদান ত্বরান্বিত করাসহ বিভিন্ন বিষয় নিয়ে তথ্য মন্ত্রীর সঙ্গে মতবিনিময় করেছেন। রাষ্ট্রদূত চাং বলেন, রাষ্ট্রের সম্পর্কের ভিত্তিই জনগণ। জনগণের মৈত্রীর ভিত্তি হৃদয়। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের তথ্য মাধ্যমের প্রতিনিধিদল ঘন ঘন চীন সফর করেন এবং চীনে প্রশিক্ষণ নেন। তাঁরা স্পষ্ট এবং সঠিকভাবে চীনের সমাজের উন্নয়নের অবস্থা উপলব্ধি করেছেন। বাংলাদেশের জনগণের মনে চীনের ইতিবাচক, বন্ধুত্বপূর্ণ এবং অতিথিপরায়ন বড় দেশের ভাবমূর্তি স্থাপনের জন্য তাঁরা ইতিবাচক ভূমিকা পালন করেছেন। রাষ্ট্রদূত চাং একই সঙ্গে উল্লেখ করেন যে, 'চায়না মিডিয়া গ্রুপের' লুকু শাখা (পূর্বের চীন আন্তর্জাতিক বেতার সিআরআই) ১৯৬৯ সাল থেকেই বাংলা অনুষ্ঠান প্রচার করে আসছে। বর্তমানে সিআরআই বাংলাদেশে সাংবাদিক স্টেশন স্থাপনের প্রস্তুতি নিচ্ছে। তিনি আশা করেন সিআরআই-এর বাংলাদেশ শাখা বাংলাদেশের তথ্য মাধ্যমের সঙ্গে আরো বেশি সহযোগিতা করতে পারবে। দু'দেশের তথ্য মাধ্যমের যৌথ প্রচেষ্টায় 'এক অঞ্চল, এক পথ' দু'দেশের আর্থ-বাণিজ্যিক সহযোগিতা ও বিনিময়ের 'পথে' পরিণত হবে, দু'দেশের মানবিক ও সাংস্কৃতিক সংলাপের 'পথে' পরিণত হবে।

বাংলাদেশের তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু সিআরাআই-এর বাংলাদেশে শাখা স্থাপনের জন্য সর্বাত্মক সমর্থন দেয়ার কথা বলেছেন। তিনি সঙ্গে সঙ্গে আশা ব্যক্ত করেছেন যে, পরস্পরের ভাষায় টিভি নাটক এবং চলচ্চিত্রের অনুবাদ, চলচ্চিত্র উত্সব, ইন্টারনেট টিভিসহ বিভিন্ন ক্ষেত্রে চীন এবং বাংলাদেশের তথ্য মাধ্যমের বিনিময় ও সহযোগিতা আরো জোরদার হবে।

সাক্ষাত শেষে চীনা রাষ্ট্রদূত চাং বাংলাদেশের তথ্য মন্ত্রী হাসানুল হক ইনুকে 'সি চিন পিংয়ের দেশ প্রশাসন নীতি'-দ্বিতীয় খণ্ড (ইংরেজী সংস্করণ) উপহার দিয়েছেন।

(শুয়েই/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040