দ্রুতবেগে এগিয়ে যাচ্ছে চীনের মহাকাশ শিল্প
  2018-04-20 14:36:52  cri

এপ্রিল ২০: ২৪ এপ্রিল হবে চীনের তৃতীয় 'মহাকাশ দিবস'। চলতি বছরের প্রতিপাদ্য হলো 'সম্মিলিতভাবে মহাকাশের নতুন যুগ প্রতিষ্ঠা'। চীনের জাতীয় মহাকাশ প্রশাসনের মুখপাত্র লি কুও পিং গতকাল (বৃহস্পতিবার) বেইজিংয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে বলেন, মহাকাশ দিবসের প্রধান কর্মকাণ্ড হেইলোংচিয়াং প্রদেশের হারবিন শহরে অনুষ্ঠিত হবে। তা ছাড়া, চীনের মহাকাশ সম্মেলন এবং বাণিজ্যিক মহাকাশবিষয়ক আন্তর্জাতিক ফোরামসহ ২০টি ধারাবাহিক কার্যক্রম আয়োজন করা হবে। মুখপাত্র আরো বলেন, চলতি বছর চীন 'ছাংএ-৪' রিলে উপগ্রহ এবং আবিষ্কারক যন্ত্র নিক্ষেপ করবে এবং ভ্রাম্যমান আবিষ্কার চালাবে। আজকের সংবাদ পর্যালোচনায় এ নিয়ে শুনবেন একটি প্রতিবেদন।

প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র বলেন, গত বছরের ২৪ এপ্রিল থেকে চীন মহাকাশে ৫৩টি উপগ্রহ নিক্ষেপ করেছে। মহাকাশে বিজ্ঞান, প্রযুক্তি এবং ব্যবহারের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে। তিনি বলেন,

'চাঁদ অনুসন্ধানের প্রকল্প হিসেবে ছাংএ-৪ এবং ছাংএ-৫ পরিকল্পনা অনুযায়ী স্থিতিশীলভাবে এগিয়ে যাচ্ছে। চলতি বছর ছাংএ-৪ রিলে উপগ্রহ এবং আবিষ্কারক যন্ত্র উত্ক্ষেপণ করা যাবে।'

লি কুও পিং বলেন, বর্তমানে চীনের মহাকাশ শিল্পের উন্নয়নে নতুন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ২০১৭ সালের শেষ দিক পর্যন্ত লাইভ স্যাটেলাইট টিভি ব্যবহারকারীর সংখ্যা ৭ কোটি ছাড়িয়ে যায়। 'বেইতৌ' নামে যানবাহন টার্মিনাল ব্যবহারকারীর সংখ্যা ৪০ লাখ ছাড়িয়ে যায়।

তিনি বলেন,

'বর্তমানে কক্ষপথে চীনের উপগ্রহের সংখ্যা ২০০টি ছাড়িয়ে গেছে। বিগ ডেটা, ক্লাউড কম্পিউটিং এবং ইন্টারনেটসহ উচ্চ প্রযুক্তির সঙ্গে মহাকাশ-তথ্যের সমন্বয় দ্রুততর হয়ে যাচ্ছে। উপগ্রহের ব্যবহার এবং কৌশলগত নবোদিত শিল্পের ব্যাপকতার বার্ষিক প্রবৃদ্ধির হার ২০ শতাংশ ছাড়িয়ে গেছে। যা অর্থনীতি ও সমাজের উন্নয়নে সেবা করার গুরুত্বপূর্ণ পদ্ধতি হয়ে উঠেছে এবং অঞ্চলের সমন্বিত উন্নয়ন এবং গ্রামের সঞ্জীবনীশক্তি পুনরুদ্ধারের কৌশলে সহায়ক হবে বলে ধারণা করা হয়।'

সঙ্গে সঙ্গে চীনের বাণিজ্যিক মহাকাশও দ্রুতবেগে উন্নয়ন হচ্ছে। মুখপাত্র বলেন,

'সংশ্লিষ্ট পরিসংখ্যান থেকে জানা গেছে, বর্তমানে বাণিজ্যিক কোম্পানি বা শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে যেসব প্রতিষ্ঠান উপগ্রহ, রকেট এবং সংশ্লিষ্ট সরঞ্জাম গবেষণা ও পরিচালনার কাজে লিপ্ত থাকে, সেগুলোর সংখ্যা ৩০টিরও বেশি। ০.৫ মিটারের রিসোলভিং শক্তিসম্পন্ন রিমোট সেন্সিং উপগ্রহ ইতোমধ্যেই বাণিজ্যিকভাবে চালানো হচ্ছে এবং এসব উপগ্রহ দেশি-বিদেশি ব্যবহারকারীদের সেবা প্রদান করছে। এক মিটারের রিসোলভিং শক্তিসম্পন্ন বাণিজ্যিক উপগ্রহ আরো আগে ব্যবহৃত হয়। ক্ষুদ্র উপগ্রহ এবং ছোট রকেটের ক্ষেত্রে চীনের কিছু অগ্রগতিও অর্জিত হয়েছে।'

লি কুও পিং বলেন, চীনের জাতীয় মহাকাশ প্রশাসন 'মেড ইন চায়না-২০২৫' নির্দেশনা হিসেবে মহাকাশের ক্ষেত্রে সামরিক এবং বেসামরিক সমন্বয়কে এগিয়ে নিয়ে যাবে, মহাকাশ প্রযুক্তির ফলাফল সম্প্রসারণ জোরদার করবে, মহাকাশ যন্ত্রনির্মাণ ও শিল্পের রূপান্তর দ্রুততর করবে এবং মহাকাশ শিল্পকে দেশের কৌশলগত নবোদিত শিল্পের নতুন প্রবৃদ্ধির দিক হিসেবে নির্ধারণ করবে।

(লিলি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040