কিউবার নতুন নেতৃবৃন্দের কাছে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন চীনা প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
  2018-04-20 14:10:21  cri
এপ্রিল ২০: কিউবার কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রাউল ক্যাসট্রো এবং রাষ্ট্রীয় কাউন্সিলের নব নির্বাচিত চেয়ারম্যান ও প্রেসিডেন্ট মারিও দিয়াজ কানেল বার্মুদেজকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন চীনা প্রেসিডেন্ট সি চিন পিং। বার্তায় কিউবার নবম জাতীয় গণ প্রতিনিধি সম্মেলনে দেশের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানানো হয়েছে।

গতকাল (বৃহস্পতিবার) পাঠানো বার্তায় সি বলেছেন, চীন ও কিউবা আন্তরিক ও পারস্পরিক আস্থা এবং অভিন্ন ভাগ্যের ঘনিষ্ঠ বন্ধু, অংশীদার ও কমরেড। দু'দেশের জনগণ দীর্ঘকালীন সংগ্রামের মধ্য দিয়ে গভীর মৈত্রী স্থাপন করেছে এবং দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে বিরাট প্রাণশক্তি যুগিয়েছে। বর্তমানে আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিস্থিতিতে গভীর ও জটিল পরিবর্তন ঘটছে, দু'দেশের উন্নয়নের নতুন যাত্রাও শুরু হয়েছে।

সি জোর দিয়ে বলেন, কিউবার সাথে সম্পর্ক উন্নয়নে গুরুত্ব দেয় বেইজিং। সাধারণ সম্পাদক রাউল ক্যাসট্রোর সাথে যোগাযোগ করে দ্বিপাক্ষিক সম্পর্ককে সামনে এগিয়ে নিতে ইচ্ছুক চীন। প্রেসিডেন্ট দিয়াজ কানেলের সাথে যৌথ প্রচেষ্টা চালিয়ে দ্বিপাক্ষিক সহযোগিতাকে সম্প্রসারণ করবেন বলে উল্লেখ্ করেন সি, যাতে নতুন যুগে দ্বিপাক্ষিক মৈত্রীর সুউজ্জ্বল ভবিষ্যত গড়ে তোলা যায়।

একই দিনে কিউবার নতুন প্রেসিডেন্টের কাছে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন চীনা প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং। তাতে দু'দেশের পারস্পরিক উপকারিতামূলক সহযোগিতা জোরদার করা আর দ্বিপাক্ষিক সম্পর্কের স্থিতিশীল উন্নয়ন সাধনের প্রত্যাশা করেন লি।

(সুবর্ণা/মহসিন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040