দিয়াজ কানেল বার্মুদেজ কিউবার রাষ্ট্রীয় কাউন্সিলের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত
  2018-04-20 14:08:13  cri
এপ্রিল ২০: গতকাল (বৃহস্পতিবার) কিউবার নবম জাতীয় গণ রাজনৈতিক প্রতিনিধি সম্মেলনে মারিও দিয়াজ কানেল বার্মুদেজকে দেশের রাষ্ট্রীয় কাউন্সিল ও মন্ত্রীসভা কাউন্সিলের নতুন প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করা হয়েছে।

বুধবার কিউবার ৬০৪ জন রাজনৈতিক প্রতিনিধি ভোটের মাধ্যমে কমিটির প্রেসিডেন্ট ও প্রথম ভাইস প্রেসিডেন্টসহ ৩১ জন সদস্য নির্বাচিত করেন। তাতে দিয়াজ কানেল মোট ৬০৩ ভোট পেয়ে রাউল ক্যাসট্রোর জায়গায় দেশের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন।

নির্বাচিত হওয়ার পর বক্তৃতা করেছেন দিয়াজ কানেল। বক্তৃতায় তিনি বলেন, চলমান অস্থিতিশীল আন্তর্জাতিক পরিস্থিতিতে কিউবার বৈদেশিক নীতি পরিবর্তন হবে না এবং দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার ব্যাপারে কোন ছাড় দিবেনা।

তিনি জোর দিয়ে বলেন, যদিও রাউল ক্যাসট্রো প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন না,তবে কিউবার কমিউনিস্ট পার্টির প্রথম সাধারণ সম্পাদক হিসেবে তাঁর মতামত নতুন সরকারের জন্য অতি গুরুত্বপূর্ণ হবে বলে মনে করেন তিনি।

দিয়াজ কানেল ১৯৬০ সালের এপ্রিলে জন্মগ্রহণ করেন। ২০০৯ সালে তিনি দেশের উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। ২০১৩ সালে তিনি রাষ্ট্রীয় কাউন্সিল ও মন্ত্রী সভা কাউন্সিলের প্রথম ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন। (সুবর্ণা/মহসিন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040