অর্থ-কড়ি: ২১ এ্রপ্রিল ২০১৮
  2018-04-21 14:42:57  cri

 



১. চীনা অর্থনীতির দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়নে বেসরকারি খাতের অবদান দিন দিন বাড়ছে। চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো (এনবিএস) এ-তথ্য জানিয়েছে। এনবিএসের সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, ২০১৭ সালে দেশে বার্ষিক ২০ মিলিয়ন ইউয়ান বা তারচেয়ে বেশি ব্যবসা করছে এমন বেসরকারি শিল্প-প্রতিষ্ঠানের সংখ্যা ছিল দুই লাখ কুড়ি হাজার, যা পাঁচ বছর আগের চেয়ে ১৭.৫ শতাংশ বেশি।
ব্যুরো আরও জানায়, ২০১৭ সালের শেষ নাগাদ চীনের মোট শিল্প-সম্পদের ২২.৩ শতাংশই ছিল বেসরকারি খাতে। ২০১৭ সালের শেষ নাগাদ চীনে বেসরকারি খাতে ব্যবসা-প্রতিষ্ঠানের মোট সংখ্যা ছিল ২৮ লাখ ৯০ হাজার।
এনবিএসের উপাত্ত অনুসারে, ২০১৭ সালের শেষ নাগাদ চীনে বিদেশি বিনিয়োগে প্রতিষ্ঠিত প্রায় ৫০ হাজার কোম্পানি ছিল। এসব কোম্পানির মোট সম্পদের পরিমাণ ২২.৩ ট্রিলিয়ন ইউয়ান এবং কর্মীর সংখ্যা ২ কোটির বেশি।

২. এদিকে, চলতি বছরের প্রথম প্রান্তিকে চীনের সরকারি কোম্পানিগুলো পণ্য বিক্রি করেছে ৬.৪ ট্রিলিয়ন ইউয়ানের, যা গত বছরের একই সময়ের চেয়ে ৮.৭ শতাংশ বেশি। চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন শিল্প প্রতিষ্ঠান পরিচালনা কমিটি আজ (সোমবার) বেইজিংয়ে এ-তথ্য প্রকাশ করে।
কমিটির উপসচিব ফেং হুয়া কাং জানান, প্রথম প্রান্তিকে বিদ্যুত্, কয়লা, যন্ত্রপাতি ইত্যাদি খাতে কোম্পানিগুলোর বিক্রি বেশি বৃদ্ধি পায়। এ ছাড়া, প্রথম প্রান্তিকে কোম্পানিগুলো মোট মুনাফা করেছে ৩৩৭ বিলিয়ন ইউয়ান, যা গত বছরের একই সময়ের চেয়ে ২০ শতাংশ বেশি। এর মধ্যে মার্চ মাসে মুনাফা হয়েছে ১৬৯.৮ বিলিয়ন ইউয়ান, যা একটি রেকর্ড। ;

৩. চীনের বৃহত্তম বাণিজ্যমেলা সম্প্রতি অনুষ্ঠিত হয় কৌয়াংতুং প্রদেশে। এতে ২১০টির বেশি দেশ ও অঞ্চলের ২৫ হাজারের বেশি কোম্পানি অংশগ্রহণ করে। ষান্মাষিক এই মেলা 'ক্যান্টন মেলা' নামেও পরিচিত। মেলার প্রথম পর্ব অনুষ্ঠিত হয় ১৫ এপ্রিল থেকে ১৯ এপ্রিল পর্যন্ত। 

 এদিকে, চলতি বছরের প্রথম তিন মাসে চীনের পণ্য-রফতানি গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ৭.৪ শতাংশ। অন্যদিকে, এই তিন মাসে আমদানি বেড়েছে ১১.৭ শতাংশ।

৪. নোবেল-বিজয়ী আমেরিকান অর্থনীতিবিদ জোসেফ স্টিগলিত্‌স বলেছেন, চীনা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের একতরফা শুল্ক আরোপ বিশ্বের আইনভিত্তিক বহুপক্ষীয় বাণিজ্য-ব্যবস্থার ক্ষতি করবে। তিনি সম্প্রতি নিউ ইয়র্ক সিটিতে হার্ভাড ক্লাবে এক আলোচনাসভায় এ-মন্তব্য করেন।
তিনি বলেন, চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য-বিরোধ মোকাবিলায় প্রেসিডেন্ট ট্রাম্প যা করছেন তা 'সেকেলে'। 'রাতারাতি বাণিজ্য-ঘাটতি কমিয়ে আনা যায় না...এমন চেষ্টা করাই আসলে বোকামি', বলেন তিনি।

৫.চলতি বছরের প্রথম প্রান্তিকে চীনের পণ্য-বাণিজ্যে উদ্বৃত্ত কমেছে ২১.৮ শতাংশ। রফতানির চেয়ে আমদানি বেড়ে যাওয়ায় এমনটা ঘটেছে বলে সম্প্রতি প্রকাশিত এক পরিসংখ্যানে দেখা যায়।
পরিসংখ্যান অনুসারে, আগের বছরের একই সময়ের চেয়ে চলতি বছরের প্রথম তিন মাসে পণ্য-রফতানি বেড়েছে ৭.৪ শতাংশ এবং পণ্য-আমদানি বেড়েছে ১১.৭ শতাংশ। ফলে চলতি বছরের প্রথম তিন মাসে চীনের বাণিজ্য-উদ্বৃত্ত হয়েছে ৩২,৬১৮ কোটি ইউয়ান, যা আগের বছরের একই সময়ের চেয়ে ২১.৮ শতাংশ কম।

৬.চীনের অর্থনীতিতে চলতি বছরের প্রথম প্রান্তিকে ৬.৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরো (এনবিএস) সম্প্রতি জানিয়েছে, চলতি বছরের প্রথম তিন মাস শেষে চীনের জিডিপি দাঁড়ায় ১৯.৮৮ ট্রিলিয়ন ইউয়ান তথা ৩.২ ট্রিলিয়ন মার্কিন ডলারে, যা আগের বছরের একই সময়ের চেয়ে ৬.৮ শতাংশ বেশি।    
ব্যুরোর একজন মুখপাত্র সাংবাদিকদের জানান, দেশে নতুন নতুন ব্যবসা ও শিল্প গড়ে উঠছে। সাধারণ মানুষের গড় আয় বাড়ছে; বাড়ছে ভোগের পরিমাণও। তিনি জানান, আন্তর্জাতিক পরিবেশের অনিশ্চয়তা চীনের অর্থনীতির জন্য বড় সমস্যা হয়েই রয়ে গেছে। তবে, এ-চ্যালেঞ্জ মোকাবিলার সামর্থ্য চীনের অর্থনীতির রয়েছে। 

৭. চলতি বছরের প্রথম প্রান্তিকে চীনের রাজস্ব আয় ও ব্যয়—দুটোই বেড়েছে। বছরে প্রথম তিন মাসশেষে দেশের রাজস্ব আয় হয়েছে ৫০৫ কোটি ৪৬ লাখ ইউয়ান, যা গত বছরের একই সময়ের চেয়ে ১৩.৬ শতাংশ বেশি। আর তিন মাসে রাজস্ব ব্যয় হয়েছে ৫০৯ কোটি ৯৭ লক্ষ ইউয়ান, যা গত বছরের একই সময়ের চেয়ে ১০.৯ শতাংশ বেশি। সম্প্রতি চীনের অর্থ মন্ত্রণালয় এ-তথ্য জানায়।
মন্ত্রণালয় জানায়, বছরের পরবর্তী মাসগুলোতেও রাজস্ব আয় অব্যাহতভাবে বাড়বে। তবে সেই বৃদ্ধির হার প্রথম প্রান্তিকের তুলনায় কম হবে। বিশ্লেষকরা মনে করেন, প্রথম প্রান্তিকে রাজস্ব আয় বৃদ্ধির মূল কারণ শুল্ক খাতের আয় বৃদ্ধি।
মন্ত্রণালয় আরও জানায়, চলতি বছরের প্রথম প্রান্তিকে দেশের গুরুত্বপূর্ণ উন্নয়নকৌশল বাস্তবায়ন, গুরুত্বপূর্ণ খাতের সংস্কারকাজ এগিয়ে নেওয়া, এবং কর্মসংস্থান সৃষ্টিতে রাজস্ব ব্যয় আগের তুলনায় বেড়েছে।

৮. বিশ্ব অর্থনীতি চাঙ্গা হওয়ার পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সম্প্রতি প্রকাশিত তহবিলের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরশেষে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ৩.৯ শতাংশে উন্নীত হতে পারে। তবে এজন্য অনুকূল বাজার ব্যবস্থা টিকিয়ে রাখতে ও সুবিধাজনক আর্থিক ব্যবস্থাপনা কৌশল অনুসরণ করতে হবে।

প্রতিবেদনে বলা হয়, ২০১৭ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি হয়েছিল ৩.৮ শতাংশ। বিশ্ববাণিজ্যে দুই বছর পর ২০১৭ সাল থেকে চাঙ্গাভাব দেখা যেতে শুরু করে। এসময় বিশ্বের উদীয়মান ও উন্নয়নশীল দেশেও বিনিয়োগ বাড়তে থাকে। সেইসাথে ভোক্তা-চাহিদাও বৃদ্ধি পেতে থাকে। বিশ্বের বড় রফতানিকারক দেশ জার্মানি, জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের রফতানিও বৃদ্ধি পায়। এসময় এশিয়ার উদীয়মান দেশগুলোর রফতানিও বেড়েছে উল্লেখযোগ্য হারে।
প্রতিবেদন অনুসারে, চলতি বছর ভারতের অর্থনীতিতে ৭.৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হতে পারে, যা পরবর্তী বছর আরও বেড়ে ৭.৮ শতাংশে দাঁড়াতে পারে। বাংলাদেশ, ভূটান, ব্রুনাই, কম্বোডিয়া, ফিজি, লাও, মালদ্বীপসহ কয়েকটি দেশের প্রবৃদ্ধি গড়ে সাড়ে ৬ শতাংশ করে হতে পারে বলে প্রতিবেদনে পূর্বাভাস দেওয়া হয়েছে।

৯. বাংলাদেশে ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ বহাল থাকছে। সম্প্রতি দেশটির জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া এ-তথ্য জানিয়েছেন। ঢাকায় আয়োজিত এক প্রাক-বাজেট আলোচনায় তিনি বলেন, কালো টাকা সাদা করার সুযোগ বন্ধ করে দিলে বহু অর্থ বিদেশে পাচার হয়ে যাবে।
তিনি আরও বলেন, অপ্রদর্শিত আয় বর্তমানে জরিমানা দিয়ে বৈধ করার সুযোগ আছে। এটা বন্ধ করে দেওয়া হবে না। এটা বন্ধ করে দিলে দেশে বিনিয়োগও বাধাগ্রস্ত হবে।
১০. বাংলাদেশ ব্যাংকে বৈদেশিক মুদ্রার মজুত দাঁড়িয়েছে ৩২৯৭ কোটি মার্কিন ডলার। ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ বিভাগ এ-তথ্য জানিয়েছে। সম্প্রতি তৈরি পোশাক রফতানি এবং প্রবাসী শ্রমিকদের পাঠানো রেমিটেন্স বাড়ায় এমনটি হয়েছে। চলতি বছর ২৯ মার্চ এই মজুত ছিল ৩২৪০ কোটি মার্কিন ডলার।
চলতি অর্থবছরের (২০১৭-১৮) প্রথম নয় মাসে রেমিটেন্স এসেছে ১০ হাজার ৭শ' ৬১ দশমিক ২৯ মিলিয়ন মার্কিন ডলার, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৭.০৪ শতাংশ বেশি। কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত ২০১৬-২০১৭ অর্থবছরের জুলাই থেকে মার্চ মাস পর্যন্ত দেশে রেমিটেন্স এসেছিল ৯ হাজার ১ শ'৯৪ দশমিক ৫৯ মিলিয়ন মার্কিন ডলার।

১১. মৎস্য অধিদফতরের আওতায় 'কোস্টাল ফিসারিজ'-ভিত্তিক একটি প্রকল্পে ২৪০ মিলিয়ন মার্কিন ডলার এবং প্রাণিসম্পদ খাতে 'ডিআরএমপি' প্রকল্পের আওতায় বাংলাদেশকে ৫০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংক, ডিএফআইডি এবং সিআইএটি-এর যৌথ উদ্যোগে সম্প্রতি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 'বাংলাদেশ ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার (সিএসএ) কান্ট্রি প্রোফাইল এ্যান্ড কিক-অফ বাংলাদেশ স্মার্ট ইনভেস্টমেন্ট প্ল্যান (সিএসআইপি)'-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ-তথ্য জানানো হয়।
(আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040