সুরের ধারায়
  2018-04-20 13:17:26  cri



প্রেম মানবজাতির শাশ্বত একটি বিষয়। প্রাচীনকাল থেকে প্রেমসংক্রান্ত অসংখ্য কিংবদন্তি, কবিতা ও গল্প প্রচলিত আছে; প্রেম সম্পর্কে মানুষের কথা যেন শেষ হবার নয়। প্রেমের ধরন ও স্বাদও বিভিন্ন রকমের। গত সপ্তাহের অনুষ্ঠানে আপনাদের কিছু মিষ্টি প্রেমের গান শুনিয়েছি। তবে প্রেম সবসময় মিষ্টি নয়। দু'জনের মধ্যে বিরোধ ও বিচ্ছেদও হয়। প্রতিটি প্রেম সবসময় সফল হয় না। দুঃখ-কষ্ট ও আনন্দ প্রেমের স্বাভাবিক ও সাধারণ বিষয়। এসব অনুভূতি ও অভিজ্ঞতার জন্য আমাদের জীবন রঙিন ও অর্থপূর্ণ হয়। আজকের অনুষ্ঠানে আমরা কিছু বিরহের গান শুনবো।

প্রথম যে গানটি আমরা শুনবো তার নাম 'চিয়ং উ ইয়ান', গেয়েছেন চীনের হংকংয়ের বিখ্যাত গায়িকা সি আন ছি। চিয়ং উ ইয়ান প্রাচীন চীনের একজন বিখ্যাত নারী। তিনি দেখতে অসুন্দর বা কুৎসিত ছিলেন। এজন্য কেউ তাকে পছন্দ করতো না। কিন্তু নিজ বুদ্ধি, জ্ঞান ও চেষ্টার মাধ্যমে একদিন ছি রাজ্যের রানী হয় সম্মান লাভ করেন তিনি। কখনো কখনো লোকেরা হয়তো নিজের রূপ ও অন্যান্য কারণে হীনমন্যতা বোধ করে! এটি সত্যি দুঃখজনক অনুভূতি। তবে প্রকৃত সৌন্দর্য থাকে মানুষের মনের গহীনে। আমরা বাহ্যিক অবস্থার কারণে দুঃখ অনুভব করি না, তা সি আন ছির এই গানে প্রকাশিত হয়েছে।

পরের গানের নাম 'কুয়াশা', গেয়েছেন চীনের হংকংয়ের বিখ্যাত গায়িকা রং চু আর। কারো জন্য অতিরিক্ত মেতে উঠলে কেমন হয়? রং চু আর এই গানে সে কথাই বলেছেন। এটা যেন কুয়াশায় দাঁড়িয়ে থাকা, যেখানে সামনে কিছুই দেখা যায় না; আর বর্তমান অবস্থাও বোঝা যায় না, আবার এমন পরিবেশ ছেড়ে যাওয়াও যায় না। হয়তো তা নিজেকে প্রেমের মধ্যে হারানোর অনুভূতি।

বন্ধুরা পরের যে গানটি আমরা শুনবো তার নাম 'ভুল মানুষ', গেয়েছেন চীনের তাইওয়ানের বিখ্যাত গায়িকা সিয়াও ইয়া সিয়ুান। ২০১০ সালে প্রকাশিত এই গানটি সেই বছরের সবচেয়ের জনপ্রিয় গানের পুরস্কার জয় করে। কোনো প্রেম ঠিক না ভুল, তা বিশ্লেষণের সুযোগ নেই। তবে দুজন মানুষ পরস্পরের উপযুক্ত কিনা, তা বলা যায়। কখনো কখনো বিরোধ বা ঝগড়ার পর একজন বুঝতে পারে যে, সে ভুল মানুষকে বাছাই করেছে। হয়ত পরে সে সঠিক মানুষ খুঁজতে পারে।

এবারের গানটি সাম্প্রতিক সময় চীনের জনপ্রিয় একটি গান, গানের নাম 'তুমি আমাকে আরো কি দিতে চাও?' গেয়েছেন চীনের গায়ক শুয়েই চি ছিয়ান। প্রেমের সময় মানুষ সাধারণত শর্তহীনভাবে অন্যের জন্য বেশি কাজ করতে চায়। অনেক যত্ন ও আন্তরিকতা উপভোগ করতে করতে সেই মানুষের চাহিদা বেড়ে যায়। সে ভুলেই যায়, সে ইতোমধ্যে অনেক পেয়েছে। এ সময় সে বলতে চায় 'তুমি আমাকে আরো কি দিতে চাও?

বন্ধুরা এখন আমরা শুনবো হংকংয়ের গায়ক ছেন পো ইয়ুয়ের গান 'পারস্পরিক প্রতারণা'। এই গান সবচেয়ে জনপ্রিয় গানের পুরস্কারসহ অনেক পুরস্কার পেয়েছে। ভালোবাসার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি? এই গানে বলা হয়েছে প্রেমে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো পাস্পরিক আস্থা। কারণ খুব ঘনিষ্ঠ একটি সম্পর্কের মধ্যে কেউ কাউকে ফাঁকি দিলে প্রেমও মিথ্যা হবে। এ অবস্থায় প্রেমিক ও প্রেমিকার মন স্পষ্টভাবে প্রকাশিত হয়।

পরের গানের নাম 'যদি....', গেয়েছেন চীনের বিখ্যাত গায়ক লিন চুন চে। এই পৃথিবীতে কেউ নিখুঁত নয়। প্রেমে ছোট-বড় ভুল সবাই করে। তবে কখনো কখনো মনে হয়, 'তখন তা না করলে, অনেক ভালো হতো। তবে অতীতে ফেরার সুযোগ নেই। অনুতাপের স্বাদ তিক্ত হলেও তা গ্রহণ করতে হয়।

প্রেমে মিষ্টি বা দুঃখ সব অনুভূতি ও অভিজ্ঞতা অবশেষে নিজের বিশেষ স্মৃতিতে পরিণত হয়। বন্ধুরা, আজকের অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা শুনবো হংকংয়ের গায়ক ছেন সিয়াও ছুনের গান, 'বিশেষ স্মৃতি'।

প্রিয় শ্রোতাবন্ধুরা, আশা করি আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে। এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অথবা বিশেষ কোনো গান শুনতে চাইলে আমাকে সরাসরি ইমেইল পাঠান। আমার ইমেইল ঠিকানা chengmin@cri.com.cn। এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। আবার কথা হবে।

(তুহিনা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040