চীন-তুরস্কের শীর্ষ নেতার ফোনালাপ
  2018-04-20 09:53:36  cri
এপ্রিল ২০: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং গতকাল (বৃহস্পতিবার) তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তায়িপ এরদোগানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।

আলাপকালে সি চিন পিং বলেন, সাম্প্রতিক বছরগুলোতে চীন ও তুরস্কের কৌশলগত সহযোগিতামূলক সম্পর্কের স্থিতিশীল উন্নয়ন হচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার ইতিবাচক সাফল্য অর্জিত হয়েছে। দু'দেশের উচিত দ্বিপক্ষীয় সম্পর্কে আরো উচ্চ পর্যায়ের টেকসই উন্নয়ন ত্বরান্বিত করা, উচ্চ পর্যায়ের বিনিময় বজায় রাখা, কৌশলগত পারস্পরিক আস্থা সম্প্রসারণ করা, দ্বিপক্ষীয় সহযোগিতার জন্য আরো দৃঢ় রাজনৈতিক ভিত্তি স্থাপন করা, কৌশলগত সংযোগ জোরদার করা, দু'দেশের বাস্তব ভিত্তিক সহযোগিতার মান বাড়ানো, মানব সম্পদ বিনিময় সমৃদ্ধ করা, দু'দেশের জনগণের মৈত্রীর ভিত্তি আরো সম্প্রসারণ করা।

জবাবে এরদোগান বলেন, আন্তর্জাতিক ব্যাপারে চীন ন্যায় অবস্থান রক্ষা করে, সংস্কৃতির বৈচিত্রকে সম্মান করে, সব দেশ সমানের নীতি বজায় রাখে, তুরস্ক এর প্রশংসা করে। তুরস্ক মনে করে চীনের উন্নয়ন ও সমৃদ্ধি হল বিশ্বের স্থিতিশীলতার ভিত্তি। তুরস্ক চীনের সঙ্গে বিভিন্ন স্তরের বিনিময় ঘনিষ্ঠ করা, 'এক অঞ্চল, এক পথ' নির্মাণে সক্রিয়ভাবে যোগ দেওয়া, আর্থ-বাণিজ্য, জ্বালানী, অবকাঠামো, পর্যটনসহ বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা ত্বরান্বিত করতে ইচ্ছুক।

(শুয়েই/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040