কোরিয় উপদ্বীপের উচিত দীর্ঘস্থায়ী শান্তি চুক্তি স্বাক্ষর করা: মুন জাই ইন
  2018-04-20 09:48:32  cri
এপ্রিল ২০: দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জাই ইন গতকাল (বৃহস্পতিবার) প্রেসিডেন্ট ভবন চোং ওয়া দাই-এ বেশ কয়েকটি তথ্য মাধ্যমের প্রতিনিধির সঙ্গে মধ্যাহ্ন সভায় বলেন, কোরিয় উপদ্বীপের উচিত যুদ্ধবিরতি ব্যবস্থা বন্ধ করা, স্থায়ী যুদ্ধ বন্ধের ঘোষণা করা এবং শান্তি চুক্তি স্বাক্ষরের দিকে এগিয়ে যাওয়া।

চোং ওয়া দাই-এর খবরে প্রকাশ, মধ্যাহ্ন ভোজসভায় মুন জাই ইন বলেন, দক্ষিণ ও উত্তর কোরিয়ার শীর্ষ বৈঠকের মাধ্যমে নতুন পথের মাইলফলকের উম্মোচন, কোরিয় উপদ্বীপের পরমাণুমুক্তকরণ বাস্তবায়ন, উপদ্বীপের দীর্ঘস্থায়ী শান্তি ব্যবস্থা স্থাপন ও টেকসই দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন করতে হবে।

মুন জাই ইন আরও বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে উত্তর কোরিয়া পুরোপুরিভাবে পরমাণু মুক্তকরণের ইচ্ছা প্রকাশ করছে। দেশটি দক্ষিণ কোরিয়ার সাথে সক্রিয় সংলাপের ইচ্ছাও ব্যক্ত করেছে।

উল্লেখ্য, উত্তর ও দক্ষিণ কোরিয়া আগামী ২৭ এপ্রিল পানমুনজোনে শীর্ষ বৈঠক আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

(শুয়েই/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040