বেইজিংয়ে 'চায়না মিডিয়া গ্রুপ'-এর যাত্রা শুরু
  2018-04-19 18:59:37  cri
এপ্রিল ১৯: চীনের নবগঠিত 'চায়না মিডিয়া গ্রুপ' (সিএমজি) আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। চীনের কেন্দ্রীয় টেলিভিশন (সিসিটিভি), চীনের জাতীয় বেতার (সিএনআর), ও চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) নিয়ে গঠিত সিএমজি সরাসরি চীনের রাষ্ট্রীয় পরিষদের অধীনে পরিচালিত হবে।

চায়না মিডিয়া গ্রুপের মূল দায়িত্ব হচ্ছে: সিপিসি'র তত্ত্ব ও নীতিমালা প্রচার করা; গুরুত্বপূর্ণ স্থানীয়, জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক অনুষ্ঠান প্রচার করা; ভালো মানের বেতার ও টিভি প্রোগ্রাম তৈরি করা; দেশের মাল্টিমিডিয়ার উন্নয়নে ভূমিকা রাখা; আন্তর্জাতিক সম্প্রচার দক্ষতা জোরদারে ভূমিকা রাখা; এবং ভালো করে 'চীনা গল্প' আন্তর্জাতিক সমাজের সামনে তুলে ধরা।

(তুহিনা/আলিম/ওয়াং হাইমান)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040