'চায়না মিডিয়া গ্রুপ'-এর উদ্বোধনী অনুষ্ঠানে চীনের প্রচারমন্ত্রী
  2018-04-19 18:36:47  cri
এপ্রিল ১৯: চীনের কেন্দ্রীয় টেলিভিশন (সিসিটিভি), চীনের জাতীয় বেতার (সিএনআর), এবং চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই)-কে নিয়ে গঠিত নতুন সম্প্রচার প্ল্যাটফর্ম 'চায়না মিডিয়া গ্রুপ' আজ (বৃহস্পতিবার) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। এ-উপলক্ষ্যে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেন চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য এবং চীনা প্রচারমন্ত্রী হুয়াং খুন মিং।

তিনি জোর দিয়ে বলেন, নতুন যুগে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের চীনা বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতান্ত্রিক চিন্তাধারা কাজে লাগিয়ে, সিপিসি-কে সংবাদ ও প্রচারসংশ্লিষ্ট কাজ করতে হবে। সম্প্রচারের ক্ষেত্রে শক্তিশালী ও নেতৃস্থানীয় ভূমিকা পালন করতে পারে, এমন নতুন ধরনের মিডিয়া গড়ে তুলতে সংবাদকর্মীদের উচিত, পুনর্গঠন ও সমন্বয়ের সুযোগ কাজে লাগিয়ে যৌথ প্রচেষ্টা চালানো।

তিনি আরও বলেন, 'চায়না মিডিয়া গ্রুপ' গড়ে তোলার মাধ্যমে, সাংস্কৃতিক কর্মকাণ্ড প্রচারে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের নেতৃত্বে সিপিসি'র গুরুত্বকে তুলে ধরা হয়েছে। (ওয়াং হাইমান/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040