চীনের সঙ্গে অন্যান্য দেশের মুদ্রার লেনদেন স্থিতিশীল আছে: বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা ব্যুরো
  2018-04-19 16:51:33  cri
এপ্রিল ১৯: চলতি বছরের গোটা পরিস্থিতি বিশ্লেষণে দেখা যাচ্ছে যে, চীনের সঙ্গে অন্যান্য দেশের মুদ্রার লেনদেন স্থিতিশীল আছে। আজ (বৃহস্পতিবার) চীনের জাতীয় বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা ব্যুরোর আন্তর্জাতিক আয় ও ব্যয় বিভাগের মহাপরিচালক ও মুখপাত্র ওয়াং ছুন ইং বেইজিংয়ে এই কথা জানান।

তিনি বলেন, চলতি বছরের প্রথম প্রান্তিকে চীনা অর্থনীতি সুষ্ঠু উন্নয়নের ধারায় ছিল। এ-সময় আর্থিক ঝুঁকিও সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে। ফলে আর্থিক বাজারে স্থিতিশীলতা ও অবিরাম সুষ্ঠু উন্নয়নে দৃঢ় ভিত্তি সৃষ্টি করেছে। (ওয়াং হাইমান/আলিম )

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040