ব্রিটেনে সাবেক রুশ গোয়েন্দার ওপর 'রাসায়নিক হামলার' ঘটনা ওপিসিডব্লিউ'র মাধ্যমে তদন্তের সুপারিশ চীনের
  2018-04-19 16:46:24  cri
এপ্রিল ১৯: জাতিসংঘে চিনের স্থায়ী প্রতিনিধি মা ছাও সু গতকাল (বুধবার) বলেছেন, ব্রিটেনে সাবেক রুশ গোয়েন্দার ওপর 'রাসায়নিক হামলা'র ঘটনার ওপর সজাগ দৃষ্টি রেখেছে চীন। এ-ঘটনা রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা (ওপিসিডব্লিউ)-র মাধ্যমে তদন্ত করা উচিত।

রুশ সাবেক গোয়েন্দা সার্গেই স্কিরপালের বিষয়টি নিয়ে নিরাপত্তা পরিষদে আয়োজিত এক সভায় মাও ছাও সু আরও বলেন, যে-কোনো অবস্থায় রাসায়নিক অস্ত্র ব্যবহারের বিরুদ্ধে চীন। এই ঘটনায়ও সার্বিক, বাস্তব ও নিরপেক্ষ তদন্তের পর যথাযথ মন্তব্য করা উচিত।

তিনি বলেন, আন্তর্জাতিক সমাজ বর্তমানে বেশকিছু চ্যালেঞ্জ মোকাবিলা করছে। এই প্রেক্ষাপটে বিভিন্ন দেশের উচিত বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা রক্ষার জন্য যৌথ প্রচেষ্টা চালানো। (ওয়াং হাইমান/আলিম )

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040