বেইজিংয়ে স্পেশাল ইফেক্ট প্রযুক্তি নিয়ে দেশি-বিদেশি চলচ্চিত্র ব্যক্তিদের আলোচনা
  2018-04-19 14:19:53  cri

এপ্রিল ১৯: গতকাল (বুধবার) অষ্টম বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের 'চলচ্চিত্রে বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক আন্তর্জাতিক ফোরাম' আয়োজিত হয়। অনেক দেশি-বিদেশি চলচ্চিত্র ব্যক্তিরা ফোরামে চলচ্চিত্র নির্মাণের উন্নয়নের নতুন প্রবণতা ও প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনা করেন। চীনা চলচ্চিত্রশিল্পের শিল্পায়ন নির্মাণ ব্যবস্থা প্রতিষ্ঠা করা এবং নতুন যুগে শ্রেষ্ঠ শিল্পকর্ম সৃষ্টি করা উচিত্ বলে বিশেষজ্ঞরা প্রস্তাব উত্থাপন করেন। আজকের সংবাদ পর্যালোচনায় শুনবেন এ নিয়ে একটি প্রতিবেদন।

চীনা চলচ্চিত্রের স্পেশাল ইফেক্টস কোম্পানি 'বেস এফএক্স'-এর উপ-মহাপরিচালক সিয়ে নিং ফোরামে বলেন, বর্তমানে চীনা চলচ্চিত্রের ভারী শিল্পায়নের প্রবণতা অনেক স্পষ্ট। প্রযুক্তি গভীরভাবে চীনের চলচ্চিত্র শিল্পের উন্নয়নে প্রভাব ফেলছে। তিনি বলেন,

'চীনা চলচ্চিত্রশিল্পের গুরুত্বপূর্ণ বিষয় হলো কম্পিউটারের ভিজুয়াল ইফেক্ট। সাধারণত আমরা তাকে 'পোস্ট প্রোডাকশন' বলে থাকি। বর্তমানে চলচ্চিত্র নির্মাণের প্রধান কাজ পোস্ট প্রোডাকশনের দিকে স্থানান্তরিত হচ্ছে। ব্যাপক কাজ পোস্ট প্রোডাকশনের সময় সম্পন্ন হয়। চলচ্চিত্রে পুঁজি বিনিয়োগের মধ্যে পোস্ট প্রোডাকশনের হার অধিক থেকে অধিকতর হয়ে যাচ্ছে। ভিজুয়াল ইফেক্ট পূর্বরূপ প্রযুক্তি বা প্রেভিস প্রযুক্তিগত সেবার সাহায্যে চলচ্চিত্র নির্মাণের সংস্কার বেগবান করছে এবং চলচ্চিত্র শিল্পায়নের প্রক্রিয়াকে দ্রুততর করছে।'

সিয়ে নিংয়ের উল্লেখিত প্রেভিস প্রযুক্তিগত সেবা মানে চলচ্চিত্র শুটিং করার আগে বা শুটিং করার প্রক্রিয়ায় পরিকল্পিত দৃশ্য ও থ্রি-ডি প্রভাবের মাধ্যমে সম্পন্ন করে পূর্বরূপ করা যায়। এটা ব্যাপকভাবে শুটিংয়ের কার্যকরিতা বাড়াতে সক্ষম।

নতুন প্রযুক্তির ব্যবহার চলচ্চিত্রের শুটিং এবং নির্মাণে ব্যাপক সুবিধা যুগিয়েছে। সঙ্গে সঙ্গে আমরা দেখতে পারি যে, চীনের চলচ্চিত্র নির্মাণশিল্পে কিছু সমস্যাও রয়েছে। যেমন, চলচ্চিত্র নির্মাণের শিল্পায়নের ব্যবস্থা তেমন সুসম্পূর্ণ নয় এবং চলচ্চিত্রের গুণগত মান বাড়ানোর জায়গা আছে।

এ প্রসঙ্গে অস্কারের শ্রেষ্ঠ স্পেশাল ভিজুয়াল ইফেক্ট বিজয়ী মার্কিন চলচ্চিত্র পরিচালক অ্যানথনি লামোলিনারা বলেন, চীনের চলচ্চিত্র পরিচালকদের মনোযোগ দিয়ে চলচ্চিত্র নির্মাণ করা উচিত্। তিনি বলেন,

'পিক্সার অ্যানিমেশন স্টুডিও এবং ড্রিমওয়ার্কস স্টুডিওসহ বিশ্ববিখ্যাত অ্যানিমেশন কোম্পানিগুলো একটি চলচ্চিত্র নির্মাণ করলে কমপক্ষে ২ বা ৪ বছর সময় ব্যবহার করে। চীনা চলচ্চিত্র ব্যক্তিদের প্রযুক্তি আছে, তবে চীনা চলচ্চিত্র কোম্পানি এক বছরের মধ্যে ভালো শিল্পকর্ম নির্মাণ করতে চায়। তারা নির্মাণের গতির ওপর গুরুত্বারোপ করে, বরং গুণগত মানের ওপর নয়। এই অবস্থা অবশ্যই বন্ধ করতে হবে। আস্তে আস্তে কাজ করলে ভালো কাজ বের হবে। চীন বহুবিষয়সম্পন্ন একটি দেশ। বিশ্বের কাছে এর অনেক দিক তুলে ধরা যায়। এখন হচ্ছে চীনা চলচ্চিত্র ব্যক্তিদের মেধা পালনের সবচেয়ে ভালো সময়। তাদের ভালোভাবে চীনা গল্প বলা এবং বিশ্ব মঞ্চে চীনের গল্প তুলে ধরা উচিত।'

ফোরামে অংশগ্রহণকারীরা মনে করেন, শিল্পবোধসম্পন্ন চলচ্চিত্র প্রযুক্তিবিদ প্রশিক্ষণ দেওয়া হলো উচ্চ প্রযুক্তি দিয়ে চীনা চলচ্চিত্রের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার গুরুত্বপূর্ণ অংশ। শিল্প এবং প্রযুক্তির পুরোপুরি সমন্বয় চীনা চলচ্চিত্রশিল্প উন্নয়নের গুরুত্বপূর্ণ চালিকাশক্তি বলে তারা মনে করেন। (লিলি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040