বাংলাদেশের জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী আব্দুল আলীমের কিছু গান
  2018-04-20 09:16:14  cri

প্রিয় শ্রোতা, গত অনুষ্ঠানে আমরা বাংলাদেশের জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী আব্দুল আলীমের কিছু গান শুনিয়েছি। আজও আমরা তার জনপ্রিয় কয়েকটি গান শোনাবো।

মরমী শিল্পী আব্দুল আলীম তার সুললিত কণ্ঠের মাধ্যমে দেশের জন্য অনেক সুনাম বয়ে এনেছেন। তিনি বিভিন্ন দেশে গান পরিবেশন করেছেন। ১৯৫১-৫৩ সালে আবদুল আলীম কলকাতায় বঙ্গীয় সাংস্কৃতিক সম্মেলনে গান গেয়ে বিদেশে নিজেকে প্রতিষ্ঠিত করলেন। এ সময় পল্লী গানের জগতে শিল্পীর সুখ্যাতি শীর্ষচূড়ায়। তিনি ১৯৬২ সালে বার্মায় অনুষ্ঠিত ত্রক্ষীয় সঙ্গীত সম্মেলনে অংশ গ্রহণ করেন। বার্মায় তখন অনেকদিন যাবৎ ভীষণ খরা চলছে। গরমে মানুষের প্রাণ বড়ই অতিষ্ঠ হয়ে উঠেছে। আকাশে খণ্ড খণ্ড মেঘের আনাগোনা। শিল্পী অন্যান্যদের সাথে মঞ্চে উঠলেন গান গাইতে। গান ধরলেন- 'আল্লা মেঘ দে পানি দে।' কি আশ্চার্য! গান শেষ হতেই মুষলধারে বৃষ্টি নামলো। অনুষ্ঠানে বার্মার জনৈক মন্ত্রী বললেন, "আবদুল আলীম আমাদের জন্য বৃষ্টি সাথে করে এনেছেন।" তখন থেকেই শিল্পী বার্মার জনগণের নয়নমণি হয়ে আছেন। সাংস্কৃতিক দলের সদস্য হয়ে তিনি ১৯৬৩ সালে রাশিয়া এবং ১৯৬৬ সালে চীন সফর করেন। এই দুটি দেশে তিনি পল্লীগান পরিবেশন করে দেশের জন্য প্রচুর সুখ্যাতি অর্জন করেন।

#গান ১,২,৩

বিদেশে বাংলাদেশের পল্লীগানের মান বৃদ্ধি করার ক্ষেত্রে আবদুল আলীমের অবদান অনস্বীকার্য। তিনি বেতার ও টেলিভিশন ছাড়াও অসংখ্য ছায়াছবিতে গান করেন। তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রথম ছবি 'মুখ ও মুখোশ'-এ কণ্ঠ দেন। এছাড়া আজান, রূপবান, জোয়ার এলা, শীত বিকেল, এদেশ তোমার আমার, কাগজের নৌকা, নবাব সিরাজউদ্দৌলা (বাংলা ও উর্দু), সাত ভাই চম্পা, দস্যুরাণী, সুজন সখি প্রভৃতি অসংখ্য ছবিতে কণ্ঠ দেন।

#গান ৪,৫,৬

১৯৬০ সালে গ্রামোফোন কোম্পানী প্রতিষ্ঠিত হওয়ার পর তাঁর প্রথম গান 'প্রেমের মরা জলে ডুবে না' ও 'অসময় বাঁশী বাজায়' এবং পরবর্তীতে 'হলুদিয়া পাখী', 'দুয়রে আইসাছে পাখি', 'নাইয়ারে নায়ে বাদাম তুইলা', 'এই যে দুনিয়া কিসেরও লাগিয়া', 'পরের জায়গা পরের জমিন' প্রভৃতি গান অসম্ভব জনপ্রিয়তা লাভ করে। তিনি দেশের প্রথিতযশা গীতিকার ও সুরকারদের গান গেয়েছেন, তাদের মধ্যে লালনশাহ, হাসন রাজা, জসীমউদ্দিন, আবদুল লতিফ, মমতাজ আলী খান, শমশের আলী, সিরাজুল ইসলাম, কানাইশীল, মন মোহন দত্ত প্রমুখের নাম উল্লেখযোগ্য। এ পর্যন্ত তাঁর প্রায় ৫০০ গান রেকর্ড হয়েছে। এছাড়া বেতারে স্টুডিও রেকর্ডে ও প্রচুর গান আছে। বাংলাদেশ গ্রামোফোন কোম্পানী (ঢাকা রেকর্ড) শিল্পীর একখানা লংপ্লে রেকর্ড বের করেছে।

#গান ৭, ৮, ৯

প্রিয় বন্ধুরা, শুনছিলেন লোকসংগীত শিল্পী আব্দুল আলীমের কণ্ঠে কয়েটি বাংলা গান।

আজকের অনুষ্ঠান এ পর্যন্তই। আগামী শুক্রবার একই দিন একই সময়ে আরও কিছু গান নিয়ে আপনাদের সামনে হাজির হবো। ততদিন আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন।

(তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040