বিশ্ব বাণিজ্য সংস্থার কাঠামোতে শুল্ক বিরোধ নিয়ে চীনের সাথে পরামর্শ করবে যুক্তরাষ্ট্র
  2018-04-19 12:48:59  cri
এপ্রিল ১৯: সম্প্রতি বিশ্ব বাণিজ্য সংস্থার প্রকাশিত এক দলিল থেকে জানা গেছে, বিশ্ব বাণিজ্য সংস্থার বিরোধ নিস্পত্তি ব্যবস্থায় চীন থেকে যুক্তরাষ্ট্রের আমদানি করা ইস্পাত ও অ্যালুমিনিয়াম পণ্য সম্পর্কিত '২৩২ ব্যবস্থা' আর চীনের বিরুদ্ধে মার্কিন সরকারের '৩০১ ধারা' তদন্ত অনুযায়ী অতিরিক্ত শুল্ক আরোপ নিয়ে চীনের সাথে পরামর্শ করবে ওয়াশিংটন। মার্কিন সরকারের এ পদক্ষেপ বিশ্ব বাণিজ্য সংস্থার বাণিজ্য বিরোধ নিস্পত্তির নিয়মিত প্রক্রিয়া অনুসরণ করেছে বলে মনে করে সংস্থাটি।

দলিলে বলা হয়েছে যদিও চীনের সংশ্লিষ্ট পরামর্শ নিয়ে মতভেদ রয়েছে,তবে তা নিয়ে পরামর্শ করবে মার্কিন সরকার। যুক্তরাষ্ট্রের আমদানি করা ইস্পাত ও অ্যালুমিনিয়াম পণ্যের ২৩২ ব্যবস্থা সম্পর্কে মার্কিন সরকার জানিয়েছে, এ শুল্ক নীতি সংরক্ষণবাদ ব্যবস্থা নয়,বরং মার্কিন রাষ্ট্রীয় নিরাপত্তা লঙ্ঘনকারী পণ্যদ্রব্যের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ। বিশ্ব বাণিজ্য সংস্থার বিরোধ নিস্পত্তি ব্যবস্থা 'রাষ্ট্রীয় নিরাপত্তা'র সাথে জড়িত শুল্ক সমস্যা মোকাবিলা করতে সক্ষম নয় বলে মনে করে মার্কিন সরকার।

চীনের বিরুদ্ধে ৩০১ ধারার তদন্ত সম্পর্কে শুল্ক ব্যাপার নিয়ে চীনের সাথে পরামর্শ করতে ইচ্ছুক ওয়াশিংটন। তবে বাড়তি শুল্ক এখনও কার্যকর হয়নি,তাই এ সম্পর্কে চীনের উত্থাপিত সমস্যা বিরোধ নিস্পত্তি ব্যবস্থায় অন্তর্ভুক্ত হবে না বলে মনে করে মার্কিন সরকার।

চীনের বাণিজ্য মন্ত্রণালয় আশা প্রকাশ করে যে,মার্কিন সরকার বাণিজ্য সংরক্ষণবাদ বিরোধী সংশ্লিষ্ট প্রতিশ্রুতি মেনে নিয়ে যৌথভাবে অবাধ, উন্মুক্ত ও ন্যায়সঙ্গত আন্তর্জাতিক বাণিজ্য পরিবেশ রক্ষা করবে,যাতে যুক্তিসঙ্গত পদ্ধতিতে বাণিজ্য মতভেদ সমাধান করা যায়।

(সুবর্ণা/মহসিন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040