বেইজিংয়ে ওয়াং ই'র সঙ্গে নেপালি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
  2018-04-18 20:24:50  cri

এপ্রিল ১৮: আজ (বুধবার) বেইজিংয়ে চীনের রাষ্ট্রীয় কাউন্সিলার ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই'র সঙ্গে বৈঠক করেন নেপালি পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ কুমার গায়ওয়ালি। তাঁরা দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে মতবিনিময় করেন।

বৈঠকে ওয়াং ই বলেন, চীন ও নেপাল পরস্পরের সুপ্রতিবেশী ও অংশীদার। নেপালের স্থিতিশীল উন্নয়ন চায় বেইজিং।

তিনি আরও বলেন, বর্তমানে চীনা বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতন্ত্র নতুন যুগে প্রবেশ করেছে। দু'পক্ষের উচিত 'এক অঞ্চল, এক পথ' কাঠামোতে আন্তঃযোগাযোগ ও আন্তঃসংযোগ গড়ে তোলা এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা গভীরতর করা।

জবাবে নেপালি পররাষ্ট্রমন্ত্রী বলেন, শান্তিপূর্ণ সহাবস্থানের পাঁচ দফা নীতির ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছে দু'পক্ষের সম্পর্ক। এ-সম্পর্ক আরও উন্নত করতে কাজ করবে তার দেশ।

তিনি আরও বলেন, 'এক-চীননীতি'তে অবিচল থাকবে নেপাল। তার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান করায় এবং নেপালের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সহায়তা দেওয়ায় তিনি চীনকে ধন্যবাদ জানানা। (ওয়াং হাইমান/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040