উত্তর কোরিয়া-যুক্তরাষ্ট্র সরাসরি আলোচনাকে স্বাগত জানাল চীন
  2018-04-18 18:34:05  cri
এপ্রিল ১৮: কোরীয় উপদ্বীপের পরমাণু সমস্যার সমাধানের লক্ষ্যে, যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে সম্প্রতি সরাসরি উচ্চ পর্যায়ের আলোচনা শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে চীন। আজ (বুধবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া ছুন ইং এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ-তথ্য জানিয়ে বলেন, এই সমস্যার শান্তিপূর্ণ সমাধানে অব্যাহতভাবে গঠনমূলক ভূমিকা পালন করে যেতে ইচ্ছুক বেইজিং।

মুখপাত্র বলেন, দু'দেশের মধ্যে সংলাপ অব্যাহত থাকবে ও এ থেকে ইতিবাচক ফল আসবে বলে চীন আশা করে। কোরীয় উপদ্বীপকে শুধু পারমাণবিক অস্ত্রমুক্ত করলেই চলবে না, এ-অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় প্রয়োজনীয় ব্যবস্থাও গড়ে তুলতে হবে।

মুখপাত্র আরও বলেন, দুই কোরিয়ার সুপ্রতিবেশী হিসেবে চীন সবসময় শান্তিপূর্ণ উপায়ে কোরীয় উপদ্বীপের পরমাণু সমস্যার সমাধানে প্রচেষ্টা চালিয়ে যাবে। (ওয়াং হাইমান/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040