আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সর্বশেষ রিপোর্ট প্রকাশিত
  2018-04-18 13:55:15  cri
এপ্রিল ১৮: আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) গতকাল (মঙ্গলবার) 'বৈশ্বিক অর্থনীতির আগাম দৃষ্টিপাত' বিষয়ক সর্বশেষ রিপোর্ট প্রকাশ করে। এতে বলা হয়, ২০১৭ সালে বৈশ্বিক প্রবৃদ্ধির হার ৩.৮ শতাংশ এবং এটি বিগত ৭ বছরের সবচেয়ে দ্রুত প্রবৃদ্ধির গতি। চলতি এবং আগামী বছর বৈশ্বিক অর্থনীতির প্রবৃদ্ধির হার ৩.৯ শতাংশ হবে বলে রিপোর্টে অনুমান করা হয়। ২০১৮ এবং ২০১৯ সালে চীনের অর্থনীতির প্রবৃদ্ধির হার যথাক্রমে ৬.৬ শতাংশ এবং ৬.৪ শতাংশ হবে বলে রিপোর্টে অনুমান করা হয়। বাণিজ্যিক সীমাবদ্ধতা এবং পাল্টা সীমাবদ্ধতার ব্যবস্থা সম্ভবত অর্থনীতি পুনরুদ্ধারের আস্থা দুর্বল করে তুলবে বলে রিপোর্টে সতর্ক করে দেওয়া হয়। আজকের সংবাদ পর্যালোচনায় এ নিয়ে শুনবেন একটি প্রতিবেদন।

আইএমএফের প্রধান অর্থনীতিবিদ মউরিস ওবস্টফেল্ড মঙ্গলবার 'বৈশ্বিক অর্থনীতির আগাম দৃষ্টিপাত' বিষয়ক সর্বশেষ রিপোর্টে বর্তমান এবং ভবিষ্যতের স্বল্প সময়ে বৈশ্বিক অর্থনীতির প্রবৃদ্ধির প্রবণতার স্বীকৃতি দিয়েছেন। রিপোর্টে মনে করা হয়, ইউরোজোন, জাপান, চীন এবং যুক্তরাষ্ট্রের অর্থনীতির অব্যাহত ও শক্তিশালী প্রবৃদ্ধি বৈশ্বিক অর্থনীতির উন্নয়নকে বেগবান করছে।

সঙ্গে সঙ্গে রিপোর্টে তিনি সাম্প্রতিক সময়ের প্রধান অর্থনৈতিক সত্তার মধ্যকার বাণিজ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কথাও উল্লেখ করেন। তিনি বলেন,

মার্চ মাসের প্রথম দিকে যুক্তরাষ্ট্র জাতীয় নিরাপত্তার কারণে ইস্পাত এবং অ্যালুমিনিয়াম পণ্যের ওপর শুল্ক বাড়ানোর ঘোষণা দেওয়ার পর বাণিজ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তীব্রতর হতে শুরু হয়। বিভিন্ন বাণিজ্যিক অংশীদারের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি কমানোর উদ্দেশ্যে দ্বিপক্ষীয় আলোচনা সৃষ্টি হয়। বাণিজ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সম্মুখীন হয়ে বিভিন্ন দেশ বহুপক্ষীয় পদ্ধতির মাধ্যমে বাণিজ্যিক যুদ্ধ এড়াতে পারবে বলে তিনি মনে করেন।

'আমি মনে করি, আরো বেশি বহুপক্ষীয় আলোচনা করার জায়গা আছে বিভিন্ন দেশের। বর্তমান ব্যবস্থার ওপর নির্ভর করে যে কোনো দ্বন্দ্বের তীব্রতা এড়িয়ে যাওয়া উচিত্।'

ওবস্টফেল্ড বলেন, সারা বিশ্ব বিশেষ করে উন্নত দেশগুলোতে কর্মসংস্থান এবং বেতনের ক্ষেত্রে দুই স্তরের বিভেদ দেখা দেয়। মাঝারি মানের বেতনের প্রবৃদ্ধি অসন্তোষজনক। অনেক পরিবার অর্থনীতির প্রবৃদ্ধি থেকে উপকার পায় নি। বৈশ্বিক অর্থনীতির প্রবৃদ্ধি এবং দারিদ্রতা নির্মূল করার ক্ষেত্রে বাণিজ্যের বয়ে আনা ভালো বিষয় খুব স্পষ্ট। বাণিজ্য যুদ্ধে কোনো বিজয়ী নেই বলে তিনি জোর দিয়ে বলেন। বহুপক্ষীয় কাঠামোতে মতভেদ মীমাংসা করা আরো কার্যকরভাবে আরো উন্মুক্ত বাণিজ্য বেগবান করতে সক্ষম। তিনি বলেন,

'অন্যায্য বাণিজ্য এবং মেধাস্বত্ব সমস্যার সমাধান করতে চাইলে নিয়ম অনুযায়ী বহুপক্ষীয় কাঠামোতে নির্ভরশীলভাবে এবং ন্যায়সঙ্গতভাবে সংঘর্ষ সমাধান করা উচিত্। বর্তমান ব্যবস্থা জোরালো করা উচিত্।'

উল্লেখ্য, 'বৈশ্বিক অর্থনীতির আগাম দৃষ্টিপাত' বিষয়ক আইএমএফের প্রকাশিত সর্বশেষ রিপোর্টে আরেকবার এমন একটা তথ্য পৌঁছে দেওয়া হয় যে, পরস্পরের সঙ্গে নির্ভরশীলতা অব্যাহতভাবে জোরদার হবে। বহুপক্ষীয় সহযোগিতা বিশ্বের বাণিজ্যিক পরিচালনা, জলবায়ু পরিবর্তন, রোগ ছড়িয়ে পড়া, ইন্টারনেট নিরাপত্তা এবং কোম্পানির শুল্ক আদায় করাসহ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলার সঠিক উপায়। তা না হলে বৈশ্বিক অর্থনীতির সমৃদ্ধি উন্নয়ন করা যাবে না। (লিলি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040