মার্কিন সরকার ইচ্ছাকৃতভাবে ভুল সিদ্ধান্ত নিলে পাল্টা লড়াই করবে চীন
  2018-04-18 11:19:03  cri
এপ্রিল ১৮: চীন ও মার্কিন বাণিজ্য মতভেদ সম্পর্কে চীনা মুখপাত্র হুয়া ছুন ইং বলেছেন, মার্কিন সরকার ইচ্ছাকৃতভাবে ভুল সিদ্ধান্ত নিলে অবশ্যই পাল্টা জবাব দিবে বেইজিং এবং বহুপক্ষ ও অবাধ বাণিজ্য সংরক্ষণবাদ এই যুদ্ধে জয়ী হবে।

গতকাল (মঙ্গলবার) আয়োজিত নিয়মিত সাংবাদিক সম্মেলনে মুখপাত্র হুয়া বলেন, চলমান চীন মার্কিন বাণিজ্যিক মতভেদের মূল বিষয় বহুপক্ষবাদ ও একতরফা নীতি এবং বিশ্বের অবাধ বাণিজ্য ও বাণিজ্য সংরক্ষণবাদের মধ্যে সংগ্রাম।

চীনা প্রেসিডেন্ট সি চিন পিং বলেছেন, বর্তমানে বিশ্ব ব্যাপক সমস্যা ও চ্যালেঞ্জের সম্মুখীন, তবে সমান পরামর্শ ও বহুপক্ষবাদের মধ্য দিয়ে তা মোকাবিলা করতে হবে। ইতিহাস বহুবার প্রমাণ করেছে যে, রুদ্ধদ্বার হলে তা যেন শেষ গলির মধ্যে ঢুকে পড়ে। শুধু উন্মুক্ত সহযোগিতার মধ্য দিয়ে বিস্তৃত পথ খুঁজে পেতে সক্ষম। এ ক্ষেত্রে বড় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ও বিশেষ দায়িত্ব রয়েছে। চীন একটি বড় দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক সমাজের সাথে উন্মুক্তকরণে সহযোগিতার মাধ্যমে অভিন্ন স্বার্থ অর্জন করতে ইচ্ছুক, যাতে বিশ্বের সুন্দর, স্থিতিশীল ও সুউজ্জ্বল ভবিষ্যত গড়ে তুলতে আরো বেশি ইতিবাচক ও গঠনমূলক অবদান রাখা যায়।

উল্লেখ্য, সম্প্রতি আয়োজিত চতুর্থ চীন-জাপান অর্থনৈতিক উচ্চপর্যায়ের সংলাপ ও পঞ্চম চীন-ভারত কৌশলগত অর্থনৈতিক সংলাপে বহুপক্ষবাদ ব্যবস্থার প্রতি সমর্থন জানিয়েছে ভারত ও জাপান। তাঁরা বিশ্ব বাণিজ্য সংস্থাকে কেন্দ্র করে বৈশ্বিক অবাধ বাণিজ্য ব্যবস্থা রক্ষা করবে বলে একমত হয়েছে।

মুখপাত্র হুয়া আরো বলেন, সম্প্রতি যুক্তরাষ্ট্রের ১০৭টি বাণিজ্য সমিতি যৌথভাবে মার্কিন সরকারের একতরফা নীতির বিরোধিতা করেছে এবং মার্কিন সরকারকে বিশ্ব বাণিজ্য সংস্থার বহুপক্ষবাদ ব্যবস্থা অনুসরণ করার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক সমাজ। মার্কিন সরকার ইচ্ছাকৃতভাবে ভুল সিদ্ধান্ত নিলে চীনের যুক্তিসঙ্গত অধিকার ও বিশ্বের বহুপক্ষবাদ ব্যবস্থা রক্ষার জন্য দৃঢ়ভাবে পাল্টা লড়াই করবে বেইজিং।

(সুবর্ণা/মহসিন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040