সিরিয়ার রাসায়নিক অস্ত্র হামলা নিয়ে তদন্ত চালানোর দাবি:রুশ প্রতিনিধি
  2018-04-18 10:48:33  cri
এপ্রিল ১৮: রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থার নির্বাহী পরিষদ গত সোমবার নেদারল্যান্ডসের হেগে সিরিয়ার 'রাসায়নিক অস্ত্র হামলার' অভিযোগ নিয়ে সম্মেলন আয়োজন করেছে। পরিষদ রুশ প্রতিনিধি সংস্থাকে যত তাড়াতাড়ি সম্ভব ঘটনাটি তদন্ত করার দাবি জানিয়েছে।

রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থায় নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি শুলকিন বলেন, সিরিয়া সরকারের বিরুদ্ধে 'রাসায়নিক অস্ত্র ব্যবহারের' অভিযোগ হল পরিকল্পিত উস্কানি। এর উদ্দেশ্য হল আন্তর্জাতিক সম্প্রদায়কে ধোঁকা দেয়া। রুশ সামরিক চিকিত্সক এবং বিশেষজ্ঞগণ সংশ্লিষ্ট এলাকায় রাসায়নিক অস্ত্রের শিকার হয়েছেন এমন কাউকে পায়নি।

(শুয়েই/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040