টোকিওতে জাপান ব্যবসা ফেডারেশনের নেতৃবৃন্দের সঙ্গে ওয়াং ই'র বৈঠক
  2018-04-17 19:04:19  cri
এপ্রিল ১৭: চীনের রাষ্ট্রীয় কাউন্সিলার ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আজ (মঙ্গলবার) টোকিওতে জাপান ব্যবসা ফেডারেশনের বিদায়ী প্রধান সাকাকিবারা সাদায়ুকি এবং হবু প্রধান নাকানিসি হিরোয়াকির সঙ্গে বৈঠকে মিলিত হন।

বৈঠকে ওয়াং ই বলেন, চীন-জাপান মৈত্রীকে এগিয়ে নিতে সুদীর্ঘকাল ধরেই প্রচেষ্টা চালিয়ে এসেছে জাপান ব্যবসা ফেডারেশন। সম্পর্ক যখন সংকটে পড়েছে, তখনও সংস্থাটি তা উন্নয়নে চেষ্টা চালিয়েছে।

ওয়াং ই আরও বলেন, বর্তমানে চীন ও জাপানের অর্থনৈতিক পরিস্থিতি ও আন্তর্জাতিক অর্থনৈতিক পরিবেশে ব্যাপক পরিবর্তন ঘটেছে। এই প্রেক্ষাপটে সংস্কার গভীরতর করা ও উন্মুক্তকরণের ক্ষেত্র সম্প্রসারণ করার দৃঢ়প্রতিজ্ঞাও প্রকাশ করেছে চীন সরকার। সদ্যসমাপ্ত বোআও এশিয়া ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে সংস্কার গভীরতর করার নতুন সিদ্ধান্তের কথা জানান চীনা প্রেসিডেন্ট সি চিন পিং। এ-সিদ্ধান্ত বিভিন্ন দেশের মধ্যে সহযোগিতার গুরুত্বপূর্ণ নতুন সুযোগ সৃষ্টি করেছে।

এসময় জাপান ব্যবসা ফেডারেশনের প্রধান বলেন, দু'দেশের সম্পর্কে উন্নয়নের প্রবণতা দেখতে চান তাঁরা। আট বছর পর পুনরায় চালু-হওয়া জাপান-চীন উচ্চ পর্যায়ের অর্থনৈতিক সংলাপকেও গুরুত্ব দিচ্ছে ফেডারেশন। (ওয়াং হাইমান/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040