সভায় এই সংস্থায় রাশিয়ার নিযুক্ত প্রতিনিধি আলেক্সানন্দার শুলকিন বলেন, সংস্থাটির বিশেষজ্ঞরা সিরিয়ায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে দেশটির উপর সামরিক আঘাত হেনেছে ব্রিটেন, যুক্তরাষ্ট্র ও ফ্রান্স। এ-থেকে স্পষ্ট যে, সঠিক তদন্তে তাদের কোনো আগ্রহ নেই। অন্যদিকে, এই সংস্থায় ইরানের নিযুক্ত প্রতিনিধি বলেন, এই তিনটি দেশের আচরণ ওপিসিডব্লিউ'র ভাবমূর্তি নষ্ট করেছে। আর চীনা প্রতিনিধি জানান, এই আচরণ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে এবং জাতিসংঘ সনদের বিপক্ষে গেছে। (ওয়াং হাইমান/আলিম)