সুরের ধারায়-'ভালোবাসায় বিশ্বাস করি'
  2018-04-17 09:05:35  cri
প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা কেমন আছেন, বেইজিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'সুরের ধারায়' আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি শুয়েইফেইফেই।

প্রতি সপ্তাহের এই সময় আমার কাছে খুব আনন্দের এবং সৌভাগ্যের। কারণ এই সময় আপনাদের সঙ্গে সঙ্গীতের মাধ্যমে মনের কিছু কথা শেয়ার করতে পারি। যদিও চীন এবং বাংলাদেশের মধ্যে ভৌগলিক দূরত্ব অনেক বেশি, তবে সঙ্গীতের জগতে কোনো সীমানা নেই। আপনাদের সঙ্গে সুন্দর গান শুনতে শুনতে অনুভব করি যেন আমি আপনাদের সাথেই আছি, তা আমার জন্য খুব সুন্দর মুহূর্ত।

আচ্ছা, আপনারা কি প্রস্তুত? চলুন তাহলে, আমার সঙ্গে প্রবেশ করুন সঙ্গীতের দুনিয়ায়।

প্রথমে শুনুন 'ভালোবাসায় বিশ্বাস করি' শিরোনামে একটি গান। গানের কন্ঠশিল্পী ছেন জিয়া হুয়া। হ্যাঁ, ভালোবাসায় বিশ্বাস করুন, প্রিয় মানুষকে বিশ্বাস করুন; কারণ, বিশ্বাস হল প্রেমের ভিত্তি। (১)

বন্ধুরা, এখন শুনুন আরেকটি প্রেমের গান, গানের শিরোনাম 'তোমার নাম উল্লেখ করার সাহস আমার নেই'। গানের কন্ঠশিল্পী ইয়ে লি। হ্যাঁ, যখন প্রেম ভেঙে যায়, তখন একটি হৃদয় যেন ভেঙে যায়। আর তাঁর কথা উল্লেখ করতে পারে না, তাঁর নামও উল্লেখ করতে পারে না, কারণ তাঁর নাম শুনলেও কাঁদতে ইচ্ছে করে, তাই না? (২)

বন্ধুরা, এখন শুনুন 'মনের গুহা' শিরোনামে একটি প্রেমের গান, গানের কন্ঠশিল্পী ছেন সি আন। গানের কথা এমন: আমার মনে একটি গুহা আছে। অসীম অন্ধকারে তোমার কথা আমি মিস করি। আমার মনে একটি গুহা আছে। ভালোবাসা যত সুন্দর হতে পারে, ততই মর্মাহত হতে পারে। আমার মনে একটি গুহা আছে, শুধু তুমিই আমাকে অন্ধকার থেকে আলোয় নিতে পার। (৩)

বন্ধুরা, এখন শুনুন 'খারাপ ভূমিকা' শিরোনামে একটি গান। গানের কন্ঠশিল্পী লি তো না। গানের কথা এমন: একজনকে ভালোবেসে তাঁর শহরকেও ভালোবেসেছি। তাঁর জীবনে প্রবেশ করি, তাঁর স্বপ্নের সঙ্গে থাকি। তোমাকে হারালে আমি আর কোথাও যেতে পারবো? তোমার ভালোবাসার কারণেই আমি প্রাণচঞ্চল হয়ে উঠেছি। (৪)

বন্ধুরা, এখন শুনুন আরেকটি মধুর গান। গানের শিরোনাম 'ওপাশে'। গানের কন্ঠশিল্পী মেং হুই ইউয়ান। গানের কথা এমন: আগের মতই আমার কোনো পরিবর্তন হয়নি। আমি একজন সহজ মানুষ হতে চাই। আগের সব কিছুই আমি ভুলে গেছি। ওপাশের শহর, এত দ্রুত পরিবর্তন। আমি শুধুই আমার নিজের জন্য একটি উত্সব পালন করতে চাই। (৫)

বন্ধুরা, এখন শুনুন আরেকটি সুন্দর গান, গানের শিরোনাম 'বাড়ি ভাড়া'। গানের কন্ঠশিল্পী ই ফান। গানের কথা এমন: এই ঘরে অনেক দিন কেউই থাকে না। সব কিছুই আগের মত রাখা আছে। যেদিন আমরা এই ঘরে বাসা বদল করি, সেদিনের কথা আমার এখনো মনে আছে। তুমি এখন কি একাই থাকো , নাকি নিজের সুখী জীবন খুঁজে পেয়েছো? আমিই এখানে তোমার অপেক্ষা করি। (৬)

বন্ধুরা, এখন যে গান আপনাদের শোনাতে যাচ্ছি, এর শিরোনাম 'অশ্রু হেসেছে'। গানের কন্ঠশিল্পী লিউ লি ইয়াং। গানের কথা এমন: কল্পনার চেয়ে আরো মর্মাহত, তুমি সত্যি চলে গেছো আর আমাকে দেখোনি। আমি নিজেকে বলি: কাঁদবে না, স্মৃতিকে ছাড়বে না। যখন ভালোবাসা চলে গেছে, তখন অশ্রুও হেসেছে, কে আর কাঁদতে চায়? (৭)

বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম, শেষ করার আগে আপনাদের আরেকটি সুন্দর গান শুনাব, গানের শিরোনাম 'কান্নাকাটি', কন্ঠশিল্পী ভান ছেন। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে। (৮)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040