'চীন-ভারত সম্পর্ক উন্নয়নে নয়াদিল্লির সঙ্গে কাজ করতে আগ্রহী বেইজিং'
  2018-04-16 18:42:06  cri
এপ্রিল ১৬: চীন-ভারত সম্পর্কের সুষ্ঠু ও স্থিতিশীল উন্নয়নের লক্ষ্যে নয়াদিল্লির সঙ্গে কাজ করে যেতে আগ্রহী বেইজিং। কারণ, এতে দু'দেশেরই স্বার্থ জড়িত। আজ (সোমবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া ছুন ইং রাজধানীতে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ-কথা বলেন।

মুখপাত্র বলেন, চীন ও ভারতের সম্পর্ক উন্নয়নের সুষ্ঠু ধারা অব্যাহত আছে। এ-সম্পর্ক উন্নয়নকে গুরুত্ব দেয় চীন। তাই এ-ব্যাপারে নয়াদিল্লির সঙ্গে যৌথভাবে কাজ করে যেতে চায় বেইজিং।

উল্লেখ্য, গেল সপ্তাহে চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও কেন্দ্রীয় বৈদেশিক কার্যালয়ের মহাপরিচালক ইয়াং চিয়ে ছি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক করেন। (ওয়াং হাইমান/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040