আজকের টপিক: সিরিয়ার ওপর মার্কিন হামলা; বলপ্রয়োগে সমস্যার সমাধান হবে কি?
  2018-04-16 15:44:35  cri


গত ১৩ এপ্রিল রাতে সিরিয়ার দুমা অঞ্চলে 'রাসায়নিক অস্ত্র ব্যবহারের' অভিযোগে, দেশটির সরকারি সামরিক অবস্থান লক্ষ্য করে, নিখুঁত আক্রমণ চালানোর ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই অভিযানে ব্রিটেন ও ফ্রান্স যুক্তরাষ্ট্রের সঙ্গে আছে বলে তিনি উল্লেখ করেন।

শনিবার পেরুর রাজধানী লিমায় অষ্টম আমেরিকা সম্মেলনে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেন, প্রয়োজনে সিরিয়ায় আবার আক্রমণ চালাতে এবং সিরিয়া ও তার মিত্রের সম্ভাব্য পাল্টা-আক্রমণ প্রতিরোধ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র।

সিরিয়ার ওপর কেন যুক্তরাষ্ট্র সামরিক অভিযান চালিয়েছে। এ নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কি প্রতিক্রিয়া ব্যক্ত করেছে? আজকের টপিক অনুষ্ঠানে আমরা এ বিষয়ে আলোচনা করবো।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040