সিরিয়ার 'রাসায়নিক হামলা' নিয়ে স্বাধীন তদন্ত চালানোর আহ্বান জানিয়েছে আরব দেশগুলো
  2018-04-16 09:46:23  cri
এপ্রিল ১৬: আরব দেশের নেতারা আন্তর্জাতিক সম্প্রদায়কে সিরিয়ার 'রাসায়নিক অস্ত্র হামলা' নিয়ে স্বাধীন তদন্ত চালানোর আহ্বান জানিয়েছেন।

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর জাহরানে গতকাল (রোবার) দিনব্যাপী অনুষ্ঠিত হওয়া আরব ইউনিয়নের শীর্ষ সম্মেলন থেকে এ আহ্বান জানানো হয়। সম্মেলন শেষে প্রকাশিত ঘোষণায় বলা হয়, সিরিয়ায় পাশ্চাত্য দেশের অভিযানের ওপর দৃষ্টি রাখছে আরব ইউনিয়ন। সংগঠনটি সিরিয়ার জনগণের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারেরও তীব্র নিন্দা জানায়।

ঘোষণায় আন্তর্জাতিক সম্প্রদায়কে 'রাসায়নিক অস্ত্র হামলা' নিয়ে স্বাধীন তদন্ত করার আহ্বান জানানো হয়েছে।

ঘোষণায় আবারও বলা হয়েছে যে, রাজনৈতিক পদ্ধতিতে সিরিয়া সমস্যা সমাধান অত্যন্ত জরুরী। ঘোষণায় সিরিয়ায় সক্রিয় সব বিদেশী বাহিনীকে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে, যাতে সিরিয়ার সার্বভৌমত্ব, স্বাধীনতা ও ভূখন্ডগত অখন্ডতা রক্ষা করা যায়।

ফিলিস্তিন ও ইসরাইল সমস্যা বিষয়ে ঘোষণায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্র জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং তাদের দূতাবাস সেখানে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে, আরব দেশগুলো এই সিদ্ধান্তকে অকার্যকর এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে মনে করে। (শুয়েই/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040