সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন যৌথ আক্রমণ: আন্তর্জাতিক সমাজে মিশ্র প্রতিক্রিয়া
  2018-04-15 16:51:07  cri
এপ্রিল ১৫: সিরিয়ায় সরকারি অবস্থান লক্ষ্য করে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ব্রিটেনের সাম্প্রতিক সামরিক অভিযানে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছে আন্তর্জাতিক সমাজ।

জাতিসংঘসহ অধিকাংশ দেশ সংশ্লিষ্ট সকল পক্ষকে সংযম প্রদর্শন করতে আহ্বান জানিয়েছে। তারা সিরিয়া সমস্যার রাজনৈতিক সমাধানের পক্ষে নিজেদের অবস্থান তুলে ধরেছে।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরহিস বলেছেন, আন্তর্জাতিক আইনকে উপেক্ষা করে এ-আক্রমণ চালিয়েছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্স। এই আচরণ বিশ্বের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির অবনতি ঘটাবে এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রতি হুমকি সৃষ্টি করবে।

ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরিসা মে বলেছেন, এই অভিযান ব্রিটেনের স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ। এই অভিযান সিরিয়ায় ক্ষমতার পালাবদলের জন্য চালানো হয়নি। এই অভিযান চালানো হয়েছে নিরীহ মানুষকে রাসায়নিক অস্ত্রের ভয়াবহতা থেকে বাঁচাতে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, এই আক্রমণ 'জাতিসংঘ সনদের' পরিপন্থি; এর তীব্র নিন্দা জানায় মস্কো।

এ ছাড়া, ইরান, লেবানন, ইরাক, মিশর, ইউরোপীয় কমিশন, বেলারুস, ইতালি, ফিনল্যান্ড ও পর্তুগালসহ বিভিন্ন দেশ রাজনৈতিক পদ্ধতিতে সিরীয় সমস্যা সমাধানের পক্ষে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে। (ওয়াং হাইমান/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040