রাজনৈতিক পদ্ধতিতে সিরীয় সমস্যার সমাধান করতে হবে: জাতিসংঘে চীনা প্রতিনিধি
  2018-04-14 16:24:23  cri
এপ্রিল ১৪: জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি মা চাও সু বলেছেন, রাজনৈতিক পদ্ধতিতে সিরীয় সমস্যা সমাধানের পক্ষে বেইজিং। সিরীয় পরিস্থিতির সম্ভাব্য অবনতিতে উদ্বিগ্ন চীন। এ-অবস্থায় সবচেয়ে জরুরি কাজ হচ্ছে, আগে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ নিরপেক্ষভাবে খতিয়ে দেখা। তিনি গতকাল (শুক্রবার) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বিশেষ সভায় এ-সব কথা বলেন। সম্মেলনে ফিলিস্তিন-ইসরাইল ও সিরীয় পরিস্থিতিসহ মধ্যপ্রাচ্য ইস্যু নিয়ে আলোচনা হয়। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরহিস সম্মেলনে সংশ্লিষ্ট তথ্য তুলে ধরেন।

সিরীয় পরিস্থিতি নিয়ে আলোচনায় মা চাও সু বলেন, চীন বরাবরই শান্তিপূর্ণ উপায়ে বিরোধ নিষ্পত্তির পক্ষে। আন্তর্জাতিক অঙ্গনে সামরিক শক্তির ব্যবহার বা হুমকি প্রদর্শনেরও বিরুদ্ধে বেইজিং। কোনো দেশের বিরুদ্ধে নিরাপত্তা পরিষদের বাইরে একতরফা সামরিক অভিযান চালানো 'জাতিসংঘ সনদ'-এর পরিপন্থি। এ-ধরনের তত্পরতা আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নিয়মেরও লঙ্ঘন।

তিনি আরও বলেন, সিরিয়ার সার্বভৌমত্ব, স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতাকে পুরোপুরি সম্মান করতে হবে। সামরিক উপায়ে সিরীয় সমস্যার সমাধান হবে না। রাজনৈতিকভাবেই তা সমাধান করতে হবে। এই ব্যাপারে চীন জাতিসংঘের ইতিবাচক ভূমিকাকে সমর্থন করবে। (ওয়াং হাইমান/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040