ভাষণে তিনি বলেন, এই উদযাপনী অনুষ্ঠান আয়োজনের উদ্দেশ্য হল গত ৩০ বছরে হাইনান বিশেষ অর্থনেতিক এলাকা উন্নয়নের সফল অভিজ্ঞতা পর্যালোচনা করা এবং ভবিষ্যত উন্নয়নের দিক নির্দেশনা দেয়া। তিনি বলেন, চীনে সার্বিকভাবে সচ্ছল সমাজ গড়ে তোলার লক্ষ্য বাস্তবায়নে বিশেষ অর্থনৈতিক এলাকার উন্নয়ন অব্যাহত থাকতে হবে। যাতে বিশেষ অর্থনৈতিক এলাকা চীনের সংস্কার ও উন্মুক্তকরণের গুরুত্বপূর্ণ জানালা হিসেবে ভূমিকা পালন করতে পারে। নতুন যুগে হাইনানের উচিত চীনের বৈশিষ্ট্যময় সমজাতন্ত্রের আলোকে নতুন যুগের সুযোগ কাজে লাগিয়ে অবাধ বাণিজ্যের পরীক্ষামূলক এলাকা স্থাপন করা। নিজস্ব সুবিধা কাজে লাগিয়ে সংস্কার ও উন্মুক্তকরণ সম্প্রসারণে পরীক্ষামূলক এলাকা উন্নয়ন করা, যাতে হাইনানকে চীনের একটি উজ্জ্বল ব্র্যান্ডে পরিণত করা যায়।
(শুয়েই/মহসীন)