'সবচেয়ে সুন্দর মানুষ হলেন মা'
  2018-04-13 18:46:19  cri



বন্ধুরা, গত সপ্তাহে আমি আপনাদেরকে চীনের বিখ্যাত নারী সোফারো কন্ঠশিল্পী সং চু ইংয়ের কন্ঠে কয়েকটি সুন্দর গান শুনিয়েছিলাম। আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে তাঁর কন্ঠে আরও কয়েকটি গান শোনাবো। প্রথমে শুনবেন তাঁর কন্ঠে 'আমার মাতৃভূমি' শীর্ষক গান। গানটি একটি পুরাতন চলচ্চিত্রের থিম সং, ১৯৫৬ সালে প্রকাশিত হয়। গানটি চীনের প্রথম স্বর্ণ রেকর্ড পুরস্কার (China Gold Record Award) লাভ করে। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন সং চু ইংয়ের কন্ঠে 'আমার মাতৃভূমি' গানটি। ২০০২ সালে চীন-অস্ট্রেলিয়া সম্পর্ক প্রতিষ্ঠার ৩০তম বার্ষিকী উপলক্ষে সং চু ইং ২০ ডিসেম্বর সিডনি অপেরা হাউসে (Sydney Opera House) 'শুভ দিন' নামের কনসার্টে গান পরিবেশন করেন। তিনি হলেন সিডনি অপেরা হাউসে কনসার্ট আয়োজনকারী প্রথম চীনা ও এশীয় কন্ঠশিল্পী। তখনকালীন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন, এবারের কনসার্ট দু'দেশের সাংস্কৃতিক যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ। এখন আমি আপনাদেরকে সং চু ইংয়ের কন্ঠে 'আমাদের জীবন সূর্যালোকপূর্ণ' শীর্ষক গান শোনাবো। এই গানটিও একটি পুরাতন চলচ্চিত্রের থিম সং। গানটি ১৯৭৯ সালে প্রকাশিত হয়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন সং চু ইংয়ের কন্ঠে 'আমাদের জীবন সূর্যালোকপূর্ণ' শীর্ষক গান। সিডনি অপেরা হাউসে কনসার্ট আয়োজন করার পর সং চু ইং চীনা লোকসংগীত সারা বিশ্বে প্রচার করার ইচ্ছা করেন। এরপর তিনি অস্ট্রিয়ার ভিয়েনা শহরের সরকারের আমন্ত্রণে ২০০৩ সালের ২৩ নভেম্বরে বিশ্ব বিখ্যাত সঙ্গীত হল ভিয়েনা "গোল্ডেন হল"-এ কনসার্ট আয়োজন করেন। এটি ছিল কোনো চীনা লোকসংগীতশিল্পীর প্রথম গোল্ডেন হলে আয়োজিত কনসার্ট। এখন আমি আপনাদেরকে সং চু ইংয়ের কন্ঠে 'জেলে পরিবারের মেয়ে সমুদ্রসৈকতে আছে' শীর্ষক গান শোনাবো। এই গানটিও এক পুরাতন চলচ্চিত্রের থিম সং। গানটি ১৯৭৫ সালে প্রকাশিত হয়।

বন্ধুরা, শুনছিলেন সং চু ইংয়ের কন্ঠে 'জেলে পরিবারের মেয়ে সমুদ্রসৈকতে আছে' নামের গান। ২০০৫ সালের ২৭ ডিসেম্বরে চীনা চলচ্চিত্রের শততম বার্ষিকী উপলক্ষে সং চু ইং 'শতাব্দীর কন্ঠ' শীর্ষক অ্যালবাম প্রকাশ করেন। অ্যালবামে ১৪টি চীনা চলচ্চিত্রের থিম সং অন্তর্ভুক্ত হয়। ২০০৬ সালের ৭ ডিসেম্বরে তাঁর এ-অ্যালবাম ৪৯তম গ্র্যামি পুরস্কারের (Grammy Awards) শ্রেষ্ঠ ক্লাসিক্যাল অ্যালবাম পুরস্কারের জন্য মনোনয়ন পায়। এখন আমি আপনাদেরকে সং চু ইংয়ের কন্ঠে 'সবচেয়ে সুন্দর মানুষ হলেন মা' শীর্ষক গান শোনাবো। গানটি ২০০৬ সালের পয়লা মে রিলিজ হয়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, আপনারা শুনছিলেন সং চু ইংয়ের কন্ঠে 'সবচেয়ে সুন্দর মানুষ হলেন মা' গানটি। এখন আমি আপনাদেরকে কন্ঠশিল্পী স্যু সং-এর সঙ্গে পরিচয় করিয়ে দেবো। তিনি ১৯৮৬ সালের ১৪ মে আনহুই প্রদেশের হে ফেই শহরে জন্মগ্রহণ করেন। ২০০৬ সাল থেকে ওয়েবসাইটে সংগীত প্রকাশ শুরু করেন। ২০০৯ সালে তিনি প্রথম অ্যালবাম প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে সংগীত জগতে প্রবেশ করেন। ২০১০ সালের ৬ জানুয়ারি তিনি দ্বিতীয় অ্যালবাম প্রকাশ করেন। সে-বছরে তাঁর নিজের রচনা সংগীত টেনসেন্ট বার্ষিক শ্রেষ্ঠ দশ সংগীত নামতালিকায় অন্তর্ভুক্ত হয়। ২০১১ সালে তিনি তৃতীয় অ্যালবাম প্রকাশ করেন। ২০১৪ ও ২০১৬ সালে তিনি পঞ্চম ও ষষ্ঠ অ্যালবাম প্রকাশ করেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'ছিংমিং উত্সবে বৃষ্টি' নামের গান শোনাবো। তিনি গানটির সুর করেন এবং কথাও লিখেছেন। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন স্যু সং'র কন্ঠে 'ছিংমিং উত্সবে বৃষ্টি' নামের গান। এখন আমি আপনাদেরকে চীনের তাইওয়ানের কন্ঠশিল্পী ওয়াং লি হংয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। তিনি ১৯৭৬ সালের ১৭ মে নিউইয়র্কে জন্মগ্রহণ করেন। তাঁর পূর্বপুরুষের আদি বাসস্থান হল চীনের চেচিয়াং প্রদেশের ইউ। তিনি একাধারে কন্ঠশিল্পী, সংগীত প্রয়োজক, অভিনেতা ও চলচ্চিত্রের সম্পাদক। তিনি উইলিয়ামস কলেজ (Williams college) ও বার্কলি কলেজ অফ মিউজিক (Berklee College of Music) থেকে দু'টি ডক্টরেট ডিগ্রী লাভ করেন। ১৯৯৫ সালে তিনি প্রথম অ্যালবাম প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে বিনোদন জগতে প্রবেশ করেন। আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'নিজেকে পরিবর্তন করি' নামের গান শোনাবো। আশা করি, আপনারা গানটি পছন্দ করবেন।

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়।

আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040