জেসমিন ফুল
  2018-04-13 18:35:49  cri



প্রিয় শ্রোতা আজকের অনুষ্ঠানের শুরুতে আমি আপনাদেরকে চীনের বিখ্যাত সোফারো কন্ঠশিল্পী ও জাতীয় প্রথম পর্যায়ের অভিনেত্রী সং জু ইং'র সঙ্গে পরিচয় করিয়ে দেবো। তিনি নিয়মিতভাবে চীনা রাষ্ট্রীয় পরিষদের 'সরকারি বিশেষ ভাতা' লাভ করেন। প্রথমে আমি আপনাদেরকে তাঁর কন্ঠে সংগীতসম্পর্কিত একটি গান শোনাবো। গানটি ১৯৯৯ সালে রিলিজ হয় এবং তখন খুবই জনপ্রিয় ছিল। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, সং জু ইং ‌১৯৬৬ সালের ১৩ অগাষ্ট হুনান প্রদেশে জন্মগ্রহণ করেন। তিনি মিনজু ইউনিভার্সিটি অব চায়না'র নৃত্যকলা বিভাগ থেকে স্নাতক ডিগ্রী লাভ করেন। এরপর তিনি চায়না কনজারভেটরি অফ মিউজিক-এর (China Conservatory of Music) লোকসংগীত বিভাগ থেকে স্নাতকোত্তর ও ডক্টরেট ডিগ্রী লাভ করেন। তিনি ছিলেন নবম, দশম, একাদশ ও দ্বাদশ চীনা জাতীয় গণকংগ্রেস-এনপিসি'র সদস্য, চীনা সঙ্গীতজ্ঞ সমিতির ভাইস চেয়ারম্যান, জাতীয় যুব ফেডারেশনের সদস্য, জাতীয় নারী ফেডারেশনের নির্বাহী সদস্য ও চীনা সংস্কৃতি ফেডারেশনের সদস্য। এখন আমি আপনাদেরকে সং চু ইং'র কন্ঠে 'শুভ দিন' নামের গান শোনাবো। গানটি ১৯৯৮ সালে প্রকাশিত হয়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন সং চু ইং'র কন্ঠে 'শুভ দিন' নামের গান। ১৯৯১ সালে তিনি কন্ঠশিল্পী হিসেবে চীনের নৌবাহিনী সাংস্কৃতিক ও শিল্পদলে অংশ নেন। ২০০৫ সালের জুলাই মাসে তিনি দলটির উপ-প্রধানের দায়িত্ব পালন শুরু করেন। ২০১৩ সালে তিনি দলটির প্রধানের দায়িত্ব পালন শুরু করেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'প্রজাপতি বসন্তের কাছাকাছি' নামের গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন সং চু ইং'র কন্ঠে 'প্রজাপতি বসন্তের কাছাকাছি' গানটি। ১৯৯০ সালে সং চু ইং চীনের কেন্দ্রীয় টিভি কেন্দ্র-সিসিটিভি'র বসন্ত উত্সবের অনুষ্ঠানে গান গাওয়ার পর সারা চীনে জনপ্রিয় হয়ে ওঠেন। তিনি পৃথক পৃথকভাবে বিদেশে কনসার্ট আয়োজন করেন। ২০০৬ সালের ১২ অক্টোবরে তিনি কেনেডিতে কনসার্ট আয়োজন করেন। তিনি কেনেডি শিল্প স্বর্ণ পুরস্কার লাভ করেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'জেসমিন ফুল' শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন সং চু ইং'র কন্ঠে 'জেসমিন ফুল' গানটি। সং চু ইং হুনান প্রদেশের সিয়াংসি'র সিগুচাং জেলার ইয়ানথৌচাই থানার লাওচাই গ্রামের একটি সাধারণ গ্রামীণ পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর একটি ছোট বোন ও একটি ছোট ভাই আছে। ছোটবেলায় তিনি কম কথা বলতেন এবং সংগীত ক্ষেত্রে তিনি একদিন বিশেষ অবদান রাখবেন—এমন সম্ভাবনা দেখা যায়নি। কিন্তু জুনিয়র উচ্চ বিদ্যালয়ের সময় তাঁর পরিবারের সদস্য ও বন্ধুরা আবিষ্কার করেন যে, তিনি খুবই ভাল গান গাইতে পারেন। ১৯৮১ সালে তিনি গুচেন জেলার অপেরা দলে ভর্তি হন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'ফুল কেন এত লাল' শীর্ষক গান শোনাবো। গানটি হল উইগুর জাতির লোকগান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, আপনারা শুনছিলেন সং চু ইংয়ের কন্ঠে 'ফুল কেন এত লাল' শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'লোকগান বসন্তকালের নদীতে পানির মতো' শীর্ষক গান শোনাবো। গানটি হল কুয়াংসি'র চুয়াং জাতির লোকগান। গানটি ১৯৬০ সালে প্রকাশিত হয়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়।

আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040