যুক্তরাষ্ট্র সিরিয়ায় হামলা চালালে পরিস্থিতি আরো বিশৃঙ্খল হবে: বাশার আল আসাদ
  2018-04-13 16:34:27  cri
এপ্রিল ১৩: সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ গতকাল (বৃহস্পতিবার) বলেছেন, যুক্তরাষ্ট্রের সিরিয়ায় সামরিক আঘাত হানার হুমকি আঞ্চলিক পরিস্থিতিকে আরো বিশৃঙ্খল করবে, যা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করবে।

সফররত ইরানের সর্বোচ্চ নেতার কূটনৈতিক উপদেষ্টা আলী আকবর বেলায়েতির সঙ্গে সাক্ষাত্কালে বাশার এই মন্তব্য করেন। তিনি বলেন, যখন সিরিয়ার বাহিনী বিজয় লাভ করছে, তখন পাশ্চাত্য দেশগুলো পরিস্থিতি পরিবর্তনের অপপ্রয়াস চালাচ্ছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র একই দিন আশা প্রকাশ করেন যে, পাশ্চাত্যের সংশ্লিষ্ট দেশগুলো সংযম বজায় রেখে যৌথভাবে সিরিয়া সমস্যার সমাধান সঠিক পথে ফিরিয়ে আনবে।

এদিকে, সংশ্লিষ্ট পাশ্চাত্য দেশগুলোও সিরিয়া সমস্যা নিয়ে মন্তব্য প্রকাশ করেছে। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখখো বলেন, সিরিয়ায় ফ্রান্সের সন্ত্রাসদমন কার্যক্রম অব্যাহত থাকবে। এটি সিরিয়া সমস্যা সমাধানে ফ্রান্সের পরিকল্পনার প্রথম ধাপ। সিরিয়ায় আন্তর্জাতিক আইনের প্রতিপালন নিশ্চিত করবে ফ্রান্স। তিনি জানান, ফ্রান্স সিরিয়ার জন্য মানবিক সাহায্যও যোগান দেবে। (শুয়েই/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040