দুই কোরিয়ার শীর্ষ বৈঠকের জন্য বহুমূখী ব্যবস্থা কার্যালয় প্রতিষ্ঠা করেছে দক্ষিণ কোরিয়া
  2018-04-13 15:12:51  cri
এপ্রিল ১৩: দুই কোরিয়ার শীর্ষ বৈঠকের জন্য সৃষ্ট বহুমূখী ব্যবস্থা কার্যালয় গতকাল (বৃহস্পতিবার) আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছে।

বহুমূখী ব্যবস্থা কার্যালয়ের পরিচালক ইউন কুন-ইয়ুংয়ের মুখপাত্র কিম এউই-কিয়েওম এদিন এ তথ্য জানান।

পরিচালক ইউন কুন-ইয়ুং রাষ্ট্রীয় প্রশাসন কার্যালয়েরও পরিচালক। বহুমূখী ব্যবস্থা কার্যালয়ের সদস্য চু ওয়া দায়ে, একীকরণ মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও পররাষ্ট্রমন্ত্রণালয়ের সদস্যরা এবারের শীর্ষ বৈঠকের দায়িত্বশীল কর্মকর্তা।

এদিকে, একইদিন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জাঈ-ইন বলেন, কোরীয় উপদ্বীপের সম্পূর্ণ পরমাণু অস্ত্র মুক্তকরণ বাস্তবায়ন, উপদ্বীপে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা এবং দক্ষিণ ও উত্তর কোরিয়ার টেকসই সম্পর্ক উন্নয়ন ত্বরান্বিত করা উচিত। তিনি জনসাধারণকে দু'দেশের সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।

(ছাই/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040