বাণিজ্যিক সংঘর্ষ তীব্রতর করা সম্ভবত বিশ্ব বাণিজ্যের প্রবৃদ্ধিতে প্রভাব ফেলতে পারে: ডাব্লিউটিও
  2018-04-13 09:31:32  cri
এপ্রিল ১৩: চলতি বছর বিশ্বের বাণিজ্য মূল্যের প্রবৃদ্ধির হার ৪.৪ শতাংশে দাঁড়াবে বলে অনুমান করা হয়। তবে কোনো কোনো অর্থনৈতিক সত্তাদের মধ্যে বাণিজ্যিক সংঘর্ষ তীব্রতর হওয়ার ফলে বাণিজ্যের ভবিষ্যতে অনিশ্চয়তা বেড়ে যাবে।

গতকাল (বৃহস্পতিবার) বিশ্ব বাণিজ্য সংস্থা (ডাব্লিউটিও)-র প্রকাশিত 'বিশ্ব বাণিজ্যের পরিসংখ্যান এবং ভবিষ্যতের দিকে দৃষ্টিপাত' শিরোনামে এক রিপোর্টে এ সব তথ্য জানানো হয়। রিপোর্টে বিশ্ব বাণিজ্যে চীনের সংস্কারের ইতিবাচক প্রভাবের স্বীকৃতিও দেওয়া হয়। রিপোর্টে চলতি বছর বিশ্ব বাণিজ্য মূল্যের প্রবৃদ্ধির প্রত্যাশিত লক্ষ্য আগের ৩.২ শতাংশ থেকে ব্যাপকভাবে ৪.৪ শতাংশে বাড়িয়ে দেওয়া হয়। ২০১৯ সালে বিশ্ব বাণিজ্যের প্রবৃদ্ধির হার ৪.০ শতাংশ হবে বলে রিপোর্টে অনুমান করা হয়।

ডাব্লিউটিও'র অনুমান, চলতি বছর বিশ্বের বাণিজ্য মূল্যের প্রবৃদ্ধির হার হবে ৩.১ শতাংশ থেকে ৫.৫ শতাংশ পর্যন্ত। তবে বাণিজ্যিক সীমাবদ্ধতাসহ বিভিন্ন উপাদানের কারণে বাণিজ্যিক মূল্যের প্রবৃদ্ধি স্পষ্টভাবেই হ্রাস হবে বলে ডাব্লিউটিও মনে করে।

একইদিন অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে ডাব্লিউটিও'র মহাপরিচালক রবার্তো আজেভেদো বলেন, প্রধান অর্থনৈতিক সত্তার বাণিজ্যিক সম্পর্কের অবনতির কারণে বৈশ্বিক অর্থনীতি পুনরুদ্ধারের পথ থেকে পথভ্রষ্ট হয়ে যাবে এবং এতে অর্থনীতির প্রবৃদ্ধি এবং কর্মসংস্থানে হুমকি সৃষ্টি হবে।

রিপোর্টে আরো বলা হয়, বাণিজ্যিক সীমাবদ্ধতার ব্যবস্থা ছাড়া, বিভিন্ন অর্থনৈতিক সত্তার মুদ্রার নীতিমালা সম্ভবত ভবিষ্যতে বাণিজ্য প্রবণতায় প্রভাব ফেলতে পারে।

চীনের অর্থনীতির কাঠামোগত সংস্কার বিশ্ব বাণিজ্যের অনুকূল হবে বলে রিপোর্টে উল্লেখ করা হয়। (লিলি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040