আব্দুল আলীমের ভক্তিমূলক গান
  2018-04-13 09:29:26  cri


প্রিয় শ্রোতা, গত অনুষ্ঠানে আমরা বাংলাদেশের জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী আব্দুল আলীমের ভক্তিমূলক গান শুনিয়েছি। আজও আমরা তার জনপ্রিয় কয়েকটি গান শোনাবো।

বাংলাদেশের লোকসঙ্গীতের ইতিহাসে আবদুল আলীম এক অবিস্মরণীয় নাম। লোকসঙ্গীতের অন্যতম পুরোধা এ মরমী শিল্পীর নামটি মনে হলেই ভেসে ওঠে গ্রাম-বাংলার ছবি। কণ্ঠে উঠে আসে লোকায়ত বাংলার চিরচেনা মমতামাখা সুরের আলিম্পন। আবেগে আপ্লুত হয় হৃদয়ভূমি। মন ছুটে যায় মাটির কাছাকাছি, কখনো সুদূর মক্কা-মদীনার পানে। বারবার মনের কোঠরে ধ্বনিত হয়, কণ্ঠস্বরের অসাধারণ ঐশ্বর্য্য নিয়ে যারা এ মায়াময় পৃথিবীকে গানের আবহে মাতিয়ে দিয়েছেন তিনি ছিলেন তাদের মধ্যকার অপ্রতিদ্বন্দ্বী শিল্পী।

বৃটিশ শাসনের বিদায় পর্ব তখন অনেকটা চূড়ান্ত। উপমহাদেশের স্বাধীনতা আন্দোলন তীব্রভাবে শুরু হয়েছে। এমন সময় ১৯৪২ সালে শেরে বাংলা এ. কে ফজলুল হক কলকাতা আলিয়া মাদরাসায় সফরে আসেন। সেখানে আলোচনা সভার পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আবদুল আলীমের বড় ভাই শেখ হাবিব আলী আবদুল আলীমকে নিয়ে সে অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। আবদুল আলীমের অজ্ঞাতেই তাঁর বড় ভাই অনুষ্ঠানের আয়োজকদের কাছে আবদুল আলীমের নাম দিয়েছিলেন গান গাওয়ার জন্য। হঠাৎ এক সময় মঞ্চ থেকে আবদুল আলীমের নাম ঘোষণা করা হলো। শিশুশিল্পী আবদুল আলীম বিচলিত না হয়ে ধীর পায়ে মঞ্চে এসে গাইলেন, 'সদা মন চাহে মদিনা যাবো' গানটি। গোটা অনুষ্ঠানের লোকজন তাক লাগিয়ে তাঁর গান শুনলেন।

অন্যদিকে মঞ্চে বসে আবদুল আলীমের গান শুনে শেরে-বাংলা এ কে ফজলুল হক শিশুর মতো কেঁদে ফেললেন। কিশোরশিল্পী আবদুল আলীমকে তাঁর বুকে জড়িয়ে নেন। তিনি ভীষণভাবে তাকে উৎসাহ দিলেন, দোয়াও করলেন প্রাণখুলে। সেইসাথে তখনই বাজারে গিয়ে পাজামা, পাঞ্জাবী, জুতা, টুপি, মোজা সব কিনে দিলেন। সেই থেকে শিশু আবদুল আলীমের পরিচয় ছড়িয়ে পড়ে শিল্পী আবদুল আলীম হিসেবে। এরপর নিয়মিত বিভিন্ন পালা পার্বণে গান গেয়ে তিনি বেশ জনপ্রিয়তা লাভ করেন। মাত্র তেরো বছর বয়সে ১৯৪৩ সালে তাঁর গানের প্রথম রেকর্ড হয়। গান দুটি হলো 'আফতাব ঐ বসলো পাটে আঁধার এলো ছেঁয়ে ও চল ফিরে চল মা হালিমা আছেরে পথ চেয়ে' এবং 'তোর মোস্তফাকে দেনা মাগো সঙ্গে লয়ে যাই, মোদের সাথে মেষ চারণে ময়দানে ভয় নাই।' এতো অল্প বয়সে গান রেকর্ড হওয়া সত্যিই বিস্ময়কর। তবে পরে তা আর বিস্ময় হয়ে থাকেনি, তিনি হয়ে উঠেছিলেন বাংলার লোক সঙ্গীতের এক অবিসংবাদিত কিংবদন্তি পুরুষ।

প্রিয় বন্ধুরা, শুনছিলেন লোকসংগীত শিল্পী আব্দুল আলীমের কণ্ঠে কয়েটি বাংলা গান।

আজকের অনুষ্ঠান এ পর্যন্তই। আগামী শুক্রবার একই দিন একই সময়ে আরও কিছু গান নিয়ে আপনাদের সামনে হাজির হবো। ততদিন আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন।

(তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040