কোটা সংস্কার আন্দোলন স্থগিত করেছে শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা
  2018-04-12 18:50:38  cri
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল করায় কোটা সংস্কার আন্দোলন স্থগিত করেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা। কোটা বাতিল করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানায় ছাত্ররা। অবিলম্বে প্রধানমন্ত্রীর ঘোষণা গেজেট আকারে প্রকাশ করে তা বাস্তবায়নের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। সেই সঙ্গে গ্রেপ্তার আন্দোলনকারীদের নিঃশর্ত মুক্তি, বিক্ষোভ-ভাংচুরের ঘটনায় দায়ের মামলা প্রত্যাহারের দাবি জানায় সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। পরে তারা ক্যাম্পাসে আনন্দ মিছিল করে।

এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোজাম্মেল হক খান বৃহস্পতিবার জানিয়েছেন এ বিষয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে পরবর্তী নির্দেশনা পেলেই তারা তা গেজেট আকারে প্রকাশ করবেন।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040