দেশের অগ্রগতির জন্য সাংস্কৃতিক জাগরণও প্রয়োজন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
  2018-04-11 19:24:01  cri
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের অগ্রগতির জন্য রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির পাশাপাশি প্রয়োজন সাংস্কৃতিক জাগরণ।

বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সুরের ধারার রজত জয়ন্তী উপলক্ষে চারদিনের অনুষ্ঠানমালার উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন তিনি। দেশের সাংস্কৃতিক উন্নয়নে সুরের ধারার ভূমিকার প্রশংসা করে শেখ হাসিনা বলেন সুবিধা বঞ্চিত শিশুদের জন্য সংগঠনটির উদ্যোগ গুরুত্বপূর্ণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। স্বাগত বক্তব্য রাখেন সুরের ধারার কর্ণধার রেজওয়ানা চৌধুরী বন্যা।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040