মিষ্টি প্রেম
  2018-04-13 08:32:38  cri



প্রেম মানবজাতির শাশ্বত একটি বিষয়। প্রাচীনকাল থেকে প্রেমসংক্রান্ত অসংখ্য কিংবদন্তি, কবিতা, গল্প প্রচলিত আছে; প্রেম সম্পর্কে লোকদের কথা যেন শেষ হবার নয়। প্রেমের ধরন ও স্বাদও বিভিন্ন রকমের। তবে প্রায় সবাই একটি মিষ্টি ও সুন্দর প্রেম কল্পনা করে বা প্রত্যাশা করে। আজকের অনুষ্ঠানে আমরা মিষ্টি কিছু প্রেমের গান শুনবো।

প্রিয় মানুষের কাছে নিজের মনের কথা প্রকাশ করা খুব মিষ্টি ও আনন্দদায়ক ব্যাপার। মনের ভাব প্রকাশের জন্য আপনি কি কি করবেন? লাল গোলাপ পাঠাবেন? চিঠি লিখবেন? বা ডিনারের জন্য ভালো রেস্তোরাঁয় নিয়ে যাবেন? প্রত্যেকের আলাদা আলাদা পছন্দ আছে, তাইনা? 'Confession Ballon' এই গানে Confession বা স্বীকারোক্তির কথা বলা হয়েছে। গানটি চীনের বিখ্যাত গায়ক চৌ চে লুন রচনা করেছেন। গানে একজন প্রেমিকের উত্তেজনাকর অনুভূতি ও রোম্যান্টিক পরিবেশের কথা বলা হয়েছে।

বন্ধুরা, এখন আমরা শুনবো চীনা গান 'ইউনিভার্সাল মাধ্যাকর্ষণ', গেয়েছেন চীনের হংকংয়ের গায়ক ওয়া সু লোং। মহাবিশ্বের মাধ্যাকর্ষণ শক্তির কথা আমরা সবাই জানি। মানুষের মধ্যেও পারস্পরিক আকর্ষণের বিষয় রয়েছে। প্রেম-ভালোবাসার সময় এই অনুভূতি টের পাওয়া যায়। মানুষের দৃষ্টি আপনা-আপনি প্রিয় মানুষের দিকে চলে যায়, তার কথা ভেবে মন আনন্দে ভরে ওঠে! এটাও যেনো এক মাধ্যাকর্ষণ শক্তি, যা একে অপরকে কাছে টানে! ওয়া সু লোং তার গানে এ ধরনের কথাই বলেছেন।

বন্ধুরা, এবারের গান 'তোমাকে ভালোবাসি', গেয়েছেন চীনের তাইওয়ানের গায়িকা ছেন ফাং ইয়ু। প্রেমের সময় কখনও সরাসরি ভালোবাসার কথা বলতে হয়। দু'জন দু'জনের মনের কথা জানালেই সম্পর্ক উন্নত হবে। গানের কথায় বলা হয়েছে, তোমাকে আলিঙ্গন করে আমি চোখ বন্ধ করি; মনে হয় যেন এই বিশ্বে শুধু আমরা দু'জনই আছি। আমি আবহাওয়া হয়ে প্রতি মুহূর্তে তোমার সঙ্গে থাকতে চাই।

এবারের গানটি খুব প্রফুল্ল একটি গান, গানের নাম 'প্রথম প্রেম'। তরুণরা সবসময় খুব প্রাণবন্ত থাকে। তাদের প্রেমও বেশ প্রাণবন্ত। এই গানে প্রথম প্রেমকে বসন্তকালের ফুল ও গরমকালের বাতাসের সঙ্গে তুলনা করা হয়েছে। যাতে মিষ্টি আবহাওয়া অনুভব করা যায়।

বন্ধুরা, আপনাদের কি মনে হয়, প্রেম জটিল একটি ব্যাপার? আসলে, প্রেমের কোনো নির্দিষ্ট নিয়ম নেই, অন্য লোকের অভিজ্ঞতা থেকে তা শেখার প্রয়োজন হয় না। আর প্রেমে পড়লে মানুষ ভবিষ্যত নিয়ে অনেক চিন্তা করে। তবে প্রেম হয়তো খুবই সহজ একটি ব্যাপার। কারণ শুধু নিজের মনের কথা শুনে সেই অনুযায়ী পথ চললে সহজেই প্রেমের দেখা পাওয়া যায়। 'সহজ প্রেম' এই গানে এমন ধারণার কথা বলা হয়েছে। গান গেয়েছেন চীনের বিখ্যাত গায়ক চৌ চে লুন।

পরের গান 'তোমাকে ভালোবাসি শুধু কিছু দিন নয়'। গেয়েছেন মালয়েশিয়ার চীনা গায়ক লিয়াং চিং রু। দু'জন পরস্পরকে ভালোবাসলেও সবসময় একসঙ্গে থাকা সম্ভব হয় না। বিচ্ছিন্নতার সময় পরস্পরকে মিস করে মানুষ। আর এই মিস করা হয়তো পরস্পরের প্রতি ভালোবাসা বাড়িয়ে দেয়। এই গানে বলা হয়েছে, একা পথে চলি, তোমার কথা ভাবি। তোমার হাত ধরতে চাই, তোমার শব্দ শুনতে চাই। প্রতিদিন তোমাকে বহুবার ভাবি। আমার মন, তুমি কি জানো?

পরের যে গানটি আমরা শুনবো তার নাম 'ছোট হাত থেকে বড় হাত', এই গানের গায়কও লিয়াং চিং রু। প্রেম দু'জনের মধ্যে অনেক মিষ্টি ও রোম্যান্টিক অনুভূতি তৈরি করে। একসঙ্গে আতশবাজি শো দেখা, পরস্পর্কে প্রেমের চিঠি লেখা, একসঙ্গে ভ্রমণ করা-এ কাজগুলো খুবই আনন্দদায়ক হয়ে ওঠে। এই গানে রোম্যান্টিক ব্যাপারগুলো লেখা হয়েছে। আনন্দিত সুরের সঙ্গে গান শুনে প্রেমের মিষ্টি অনুভূতি লাভ করতে পারেন।

প্রিয় শ্রোতাবন্ধুরা, আশা করি আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে। এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অথবা বিশেষ কোনো গান শুনতে চাইলে আমাকে সরাসরি ইমেই পাঠান। আমার ইমেইল ঠিকানা chengmin@cri.com.cn। এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। আবার কথা হবে।

(তুহিনা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040