ঢাকায় বাংলাদেশ-ভারত পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক, ৬টি সমঝোতাস্মারক সই
  2018-04-09 19:05:51  cri
বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক সোমবার রাজধানী ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশের পররাষ্ট্রসচিব শহীদুল হক ও ভারতের পররাষ্ট্রসচবি বিজয় কেশব গোখলে নিজ নিজ দেশের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন। বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে ভারতীয় পররাষ্ট্রসচিব জানান, শান্তিপূর্ণ উপায়ে তারা রোহিঙ্গা সংকটের সমাধান চান। আর এ ইস্যুতে বাংলাদেশের পাশে থাকবে দিল্লি। বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রচেয়ার প্রতিষ্ঠাসহ বিভিন্ন ক্ষেত্রে ৬টি সমঝোতাস্মারক স্বাক্ষরিত হয়েছে।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040