আজকের টপিক: বোআও এশিয়া ফোরামের বার্ষিক সম্মেলন, ২০১৮
  2018-04-09 16:10:51  cri






বোআও এশিয়া ফোরামের ২০১৮ সালের বার্ষিক সম্মেলন গতকাল (রোববার) চীনের হাইনান প্রদেশের বোআও মহকুমায় শুরু হয়েছে। এ চারদিনব্যাপী ফোরামে বিশ্বের বিভিন্ন মহলের দুই সহস্রাধিক প্রতিনিধি অংশগ্রহণ করছেন; আলোচনা ও পরামর্শ করছেন। আমাদের আজকের টপিক 'বোআও এশিয়া ফোরাম'।

২০০১ সালে চীন, দক্ষিণ কোরিয়া, জাপান, ফিলিপিন্স, থাইল্যান্ড, ভারত, বাংলাদেশসহ ২৫টি এশীয় দেশ ও অস্ট্রেলিয়ার যৌথ উদ্যোগে এ-ফোরামে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই বোআও এশিয়া ফোরাম সমতা, সহযোগিতা, পারস্পরিক সুবিধা ও কল্যাণের ভিত্তিতে এশীয় দেশগুলোর মধ্যে অর্থনৈতিক বিনিময়, সমন্বয় ও সহযোগিতা জোরদার এবং এশিয়ার সঙ্গে বিশ্বের অন্যান্য অঞ্চলের অর্থনৈতিক বিনিময় বাড়ানোর চেষ্টা করে আসছে। একটি বেসরকারি ও অলাভজনক সংস্থা হিসেবে বোআও এশিয়া ফোরাম গত ১৭ বছরে এশীয় ও আন্তর্জাতিক সমস্যা সমাধানে, আঞ্চলিক সহযোগিতা জোরদারে, ও অভিন্ন উন্নয়নের ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছে। বর্তমান বোআও এশিয়া ফোরাম বিভিন্ন দেশের সরকার, শিল্প-প্রতিষ্ঠান, পন্ডিত ও বিশেষজ্ঞদের আলোচনার একটি উচ্চ পর্যায়ের প্লাটফর্মে পরিণত হয়েছে।

২০১৮ সাল চীনের সিপিসি'র ঊনবিংশ জাতীয় কংগ্রেসের পর প্রথম বছর এবং চীনের সংস্কার ও উন্মুক্তকরণ নীতি গ্রহণের ৪০তম বার্ষিকী। চলতি বছরের প্রথম আন্তর্জাতিক কূটনৈতিক সম্মেলন হিসেবে এবারের বোআও এশিয়া ফোরামকে বিশেষ গুরুত্ব দিচ্ছে চীন। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবারের ফোরামে অংশগ্রহণ করবেন; আগামীকাল (মঙ্গলবার) মূল পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে মূল বক্তব্য দেবেন। তা ছাড়া, তিনি বিভিন্ন দেশের নেতৃবৃন্দ ও শিল্প-প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। চলতি বছরের বোআও এশিয়া ফোরামের মূল প্রতিপাদ্য হল: বৃহত্তর সমৃদ্ধির বিশ্বের জন্য উন্মুক্ত ও নতুনত্বের এশিয়া। এবারের সম্মেলনে চীনের নেতা ও প্রতিনিধিরা নতুন দফা সংস্কার ও উন্মুক্তকরণের পথ-নকশা ব্যাখ্যা করবেন এবং উন্নয়নের জন্য নতুন অংশীদারিত্বের সম্পর্ক প্রতিষ্ঠা ও নতুন প্রাণশক্তি যোগানোর আহ্বান জানাবেন।

সম্প্রতি যুক্তরাষ্ট্র চীনের রফতানি-পণ্যের ওপর একতরফাভাবে অতিরিক্ত শুল্ক আরোপ করেছে। এরই জের ধরে দু'দেশের মধ্যে দেখা দিয়েছে বাণিজ্য-বিরোধ। এবারের ফোরামে এ-বিষয়টিও গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।

(তুহিনা/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040