'দেখা হয়'
  2018-04-08 14:39:49  cri



বন্ধুরা, গত সপ্তাহে আমি সুন ইয়ান চি'র কন্ঠে কয়েকটি গান শুনিয়েছিলাম। গানগুলো আপনাদের ভাল লেগেছে? আজকের অনুষ্ঠানের শুরুতে আমি সুন ইয়ান চি'র কন্ঠে আরও কিছু গান শোনাবো। প্রথমে শোনাবো তাঁর কন্ঠে 'দেখা হয়' শিরোনামের গান। গানটি ২০০৩ সালে রিলিজ হয়। গানটি একটি চলচ্চিত্রের থিম সং। গানটি ২০০৪ সালে এশিয়ায় সবচেয়ে জনপ্রিয় গান হিসেবে নির্বাচিত হয়। আশা করি, বন্ধুরা, গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন সুন ইয়ান চি'র কন্ঠে 'দেখা হয়' শিরোনামের গান। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'সোজা থেকে সোজা' শিরোনামের গান শোনাবো। গানটি ২০০২ সালের ১ মে প্রকাশিত হয়। গানে তিনি জীবনের প্রতি তাঁর মনোভাব সরাসরি প্রকাশ করেছেন। গানের সুর উত্সাহপূর্ণ। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন সুন ইয়ান চি'র কন্ঠে কয়েকটি গান। এখন আমি আপনাদেরকে কন্ঠশিল্পী স্যু ওয়েই'র সঙ্গে পরিচয় করিয়ে দেব। স্যু ওয়েই ১৯৬৮ সালের ২১ জুলাই শানসি প্রদেশের সিআন শহরে জন্মগ্রহণ করেন। তিনি চীনের বিখ্যাত্ রক সংগীত শিল্পী। ১৯৮৪ সালে ১৬ বছর বয়সে স্যু ওয়েই গিটার শেখা এবং রক গান শোনা শুরু করেন। ১৯৮৬ সালের এপ্রিল মাসে তিনি সিআন শহরে গিটার বাজানো ও গান প্রতিযোগিতায় প্রথম পুরস্কার লাভ করেন। এরপর তিনি নিজের প্রথম গান রচনা করেন। এখন আমি আপনাদেরকে স্যু ওয়েই'র কন্ঠে 'আগের তুমি' শিরোনামের গান শোনাবো। গানটি ২০০৪ সালে রিলিজ হয়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন স্যু ওয়েই'র কন্ঠে 'আগের তুমি' শিরোনামের গান। ১৯৯০ সালে সেনাবাহিনী থেকে অবসরে যাওয়ার পর তিনি একজন পেশাদার গিটার বাদকের জীবন শুরু করেন। সিআনের সংগীত জগতে তিনি শ্রেষ্ঠ গিটার বাদক হিসেবে পরিচিত। ১৯৯৩ সালের জুন মাসে তিনি ফেইলে নামের ব্যান্ড প্রতিষ্ঠা করেন। ১৯৯৪ সালের জুলাই মাসে স্যু ফেই শানসি টিভি কেন্দ্রে একটি অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে বিদেশী রক সংগীতের অনুষ্ঠান শুরু করেন। একই বছরের অক্টোবর মাসে তিনি বেইজিংয়ে নিজের সংগীত কাজ উন্নয়ন শুরু করেন এবং তখন খুবই জনপ্রিয় হয়ে ওঠেন। এখন আমি আপনাদেরকে স্যু ওয়েই'র কন্ঠে 'ভ্রমণ' শিরোনামের গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন স্যু ওয়েই'র কন্ঠে 'ভ্রমণ' শিরোনামের গান। ১৯৯৭ সালের এপ্রিল মাসে স্যু ওয়েই প্রথম অ্যালবাম প্রকাশ করেন। অ্যালবাম বিক্রীর পরিমান ৫ লাখ। অ্যালবামটি সে বছর চীনের সবচেয়ে জনপ্রিয় গানের মর্যাদা লাভ করে। ২০০০ সালের নভেম্বর মাসে তিনি দ্বিতীয় অ্যালবাম প্রকাশ করেন। অ্যালবামটি চীনের রক সংগীত ইতিহাসের সবচেয়ে সুন্দর অ্যালবাম হিসেবে পরিচিত। এখন আমি আপনাদেরকে স্যু ওয়েই'র কন্ঠে 'সে বছর' শিরোনামের গান শোনাবো। আশা করি, আপনারা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন স্যু ওয়েই'র কন্ঠে 'সে বছর' শিরোনামের গান। ২০০২ সালে তিনি তৃতীয় অ্যালবাম প্রকাশ করেন। অ্যালবামে গানগুলোর বৈশিষ্ট্য কোমল, উষ্ণ, সুখ ও সুন্দর। আগের সংগীতের সাথে অনেক পার্থক্য রয়েছে। ২০০৪ সালে তিনি চতুর্থ অ্যালবাম প্রকাশ করেন। ২০০৮ সালে তিনি পঞ্চম অ্যালবাম প্রকাশ করেন। এছাড়াও তিনি বিভিন্ন আন্তর্জাতিক সংগীত উত্সবে পুরস্কার লাভ করেন। এখন আমি আপনাদেরকে 'আমার শরত্কাল' শিরোনামের গান শোনাবো। আশা করি, আপনারা গানটি পছন্দ করবেন।

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়।

আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040