ছিং মিং চিয়ে বা সমাধি পরিচ্ছন্নকরণ দিবস
  2018-04-26 10:46:55  cri

আজ চীনের ঐতিহ্যবাহী 'ছিং মিং চিয়ে' বা 'সমাধি পরিচ্ছন্নকরণ দিবস'। প্রতি বছর এপ্রিল মাসের ৪ থেকে ৬ তারিখের মধ্যে চীনা পঞ্জিকা অনুযায়ী একটি দিন সমাধি পরিচ্ছন্নকরণ দিবস হিসেবে পালন করা হয়। এদিন চীনের মানুষ খাবার, ফুল ও ধূপকাঠি নিয়ে পূর্বপুরুষদের কবরস্থানে গিয়ে তাদের স্মরণ করে ও তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। এ দৃষ্টিকোণ থেকে ছিং মিং চিয়ে একটি শোক দিবসের মতো। তবে, কথাটি কিন্তু পুরোপুরি ঠিক নয়। কেন? চলুন তাহলে, ছিং মিং চিয়ের ঘটনা সম্পর্কে জানি।

(ওয়াং হাইমান/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040