'তুমি জানো না'
  2018-04-04 15:42:35  cri
প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা কেমন আছেন? বেইজিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান সুরের ধারায় আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি আপনাদের বন্ধু শুয়েই ফেইফেই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন।

বন্ধুরা, প্রত্যেক সপ্তাহের এই সময় আমার খুব ভালো লাগার। সারা দিনের ক্লান্তির পর কিছু সুন্দর এবং মধুর গান আপনাদের সবার জন্য প্রস্তুত করেছি। আশা করি এমন সুন্দর মুহূর্তে সঙ্গীতের মাধ্যমে আপনাদের সঙ্গে মনের কথা শেয়ার করতে পারবো। আশা করি এসব গান আপনাদের সারা দিনের ক্লান্তিও দূর করতে পারবে।

এখন শুনুন প্রথম গান, গানের শিরোনাম 'তোমাকে ছাড়া'। গানের কন্ঠশিল্পী মো উন উই। গানের কথা এমন: আমি সত্যি তোমাকে খুব মিস করি। এখন বাইরে বৃষ্টি হচ্ছে, আমারও কাঁদতে ইচ্ছে করে। আমি সত্যিই তোমাকে খুব মিস করি, মনে এত বেশি অনুভূতি, কোনটা রেখে কোনটা বলি। তোমাকে ছাড়া আমি আর কোথাও যেতে পারিনা। (১)

বন্ধুরা, এখন শুনুন 'এতো বেশি পরিতাপ'। গানের কন্ঠশিল্পী লিউ রো ইং। গানের কথা এমন : প্রতিদিন, একবার তোমার কথা মনে করি, একবার তোমার লেখা চিঠি পড়ি, একবার আগের কথা লিখি। আমার একটি হৃদয়, সবসময় অপেক্ষা করে, সবসময় জিজ্ঞেস করে, আস্তে আস্তে শীতল হয়ে যায়। আর কত পরিতাপ মনে রাখোনি। (২)

বন্ধুরা, এখন শুনুন আরেকটি খুব সুন্দর গান, গানের শিরোনাম 'বিচ্ছেদের চেয়ে ভালো'। গানের কন্ঠশিল্পী চিন ছি। গানের কথা এমন: কোন দিন থেকে আমাদের মধ্যে কথা কম হয়েছে। কোন দিন থেকে তোমাকে আলিঙ্গন দিতে লজ্জা পাই। বিচ্ছেদের চেয়ে পরিতাপ আমার কাছে গ্রহণযোগ্য। আগের মধুর দিনগুলোর জন্য তোমাকে ধন্যবাদ জানাতে চাই।(৩)

বন্ধুরা, এখন যে গান আপনারা শুনবেন, এর শিরোনাম 'পরে আমাদের মধ্যে কী হবে'। গানের কন্ঠশিল্পী লিউ সি জুন। গানের কথা এমন: সবচেয়ে মনমুগ্ধকর কথা বলি, মনের আঘাতের চিকিত্সা নিজেই করি, এখন থেকে আমরা বিদায় নেই, আর দেখা করবো না। পরে আমাদের মধ্যে কী হবে, আমরা কি একই জায়গায় থাকবো? (৪)

বন্ধুরা, এখন শুনুন আরেকটি প্রেমের গান, গানের শিরোনাম 'মেয়াদোত্তীর্ণ'। হ্যাঁ, বিশ্বের সব কিছুর যেমন একটি সময়সীমা আছে। খাবারের সময়সীমা, টিকিটের সময়সীমা। তাহলে একজনকে ভালোবাসার সময়সীমাও আছে কি? আচ্ছা, শুনুন গানটি, গানে হয়তো উত্তর পাবেন।(৫)

বন্ধুরা, এখন শুনুন অন্য একটি সুন্দর গান, গানের শিরোনাম 'তুমি জানো না'। গানের কথা এমন: তুমি জানো না, আমার মনে কত কষ্ট। আমি জানি, তুমি আর ফিরে আসবে না। তুমি সোজা চলে গেলে, শুধু আমিই তোমার পিছু পিছু কাঁদি। আচ্ছা, শুনুন গানটি।(৬)

বন্ধুরা, এখন শুনুন 'আসলে' শিরোনামে একটি গান। গানের কন্ঠশিল্পী লিন চুন চিয়ে। গানের কথা এমন: আমি জানি না আজ রাতে কিভাবে ঘুমাবো। আমি জানি না কিভাবে তোমাকে আরো ভালোবাসবো। আসলে আমি এখনো তোমার কথা মিস করি, আসলে তুমি এখনো আমার মনে। (৭)

বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম। এখন আপনাদের শোনাবো আজকের শেষ গান, গানের শিরোনাম 'শেষের কথা'। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের সারা দিনের ক্লান্তি দূর করতে কিছুটা হলেও সহায়ক হয়েছে। (৮)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040