চীন-ইউরোপ পর্যটন বছরের ইউরোপীয় সংসদ দিবস, অঠাত্ চীন-ইউরোপ পর্যটন ও সংস্কৃতি সহযোগিতা ফোরাম ব্রাসেলসে অনুষ্ঠিত
  2018-04-10 13:17:52  cri

ফেব্রয়ারি মাসের শেষ দিনে চীন-ইউরোপ পর্যটন বছরের ইউরোপীয় সংসদ দিবস, অঠাত্ চীন-ইউরোপ পর্যটন ও সংস্কৃতি সহযোগিতা ফোরাম ব্রাসেলসে অনুষ্ঠিত হয়েছে। এ ফোরাম হলো 'ভেনিস, চীন-ইউরোপ পর্যটন বছরের উদ্বোধনী অনুষ্ঠান'-এর পর আরেকটি উচ্চ পর্যায়ের চীন-ইউরোপ পর্যটন বছরের থিম কার্যকলাপ।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউরোপীয় সংসদের স্পীকার এক ভাষণে বলেন, এবার ফোরাম চীন-ইউরোপ সহযোগিতার জন্য একটি সেরা সুযোগ দেয়। এর মাধ্যমে দু'পক্ষের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ব্যাপকভাবে আরো এগিয়ে নিয়ে যাবে। গত বছরে ইইউ'র জন্য ৫ মিলিয়নেরও বেশী কর্মসংস্থান সুযোগ সৃষ্টি করে পর্যটন শিল্প। ইউরোপে যাওয়ার পর্যটক সংখ্যায় সবচেয়ে বেশী এশিয়া থেকে। তিনি আশা করেন, ইউরোপ ব্র্যান্ড পর্যটন গন্তব্য পরিণত হবে ইউরোপ। যাতে পর্যটকদের মনে ইউরোপ নিয়ে আরো স্পষ্ট একটি ইমেজ সৃষ্টি করা হবে। তিনি আরো বলেন, চীনের ধনী সাংস্কৃতিক ঐতিহ্য আছে। চীন-ইউরোপ পর্যটন শিল্পের সহযোগিতার মাধ্যমে দু'পক্ষের জনগণের মৈত্রী গভীর হবে, পারস্পরিক বন্ধুত্বপূর্ণ অনুভূতি এগিয়ে নিয়ে যাবে। ফোরামে ইউরোপীয় সংসদ ও বিশ্ব পর্যটন সংস্থার মধ্যে স্মারক লিপি স্বাক্ষরিত হয়।

ইইউ-এ চীনের কূটনৈতিক কোরের অস্থায়ী রাষ্ট্রদূত ওয়াং হং চিয়েন বলেন, 'চীন-ইউরোপ পর্যটন বছর' দু'পক্ষের পর্যটন শিল্পের যোগাযোগ উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ দেয়। পর্যটন শিল্প ছাড়া দু'পক্ষের অন্য শিল্পের সহযোগিতাও আরো উন্নয়ন বাস্তবায়িত হবে।

'ভেনিস, চীন-ইউরোপ পর্যটন বছরের উদ্বোধনী অনুষ্ঠান', ব্রাসেলস বৃহৎ ল্যান্টার্ন উৎসব লাইট প্রদর্শনী দু'টি তত্পরতা 'চীন-ইউরোপ পর্যটন বছর'র জন্য সুন্দর overture লিখেছে। ওয়াং বিশ্বাস করেন, এবার ফোরামে ফলপ্রসূ ফলাফল লাভ করবে, যাতে পর্যটন শিল্প ত্বরাণিত করে দু'পক্ষের জনগণের কাছে সুবিধা ও কল্যাণ আনবে।

ইউরোপীয় সংসদের পরিবহন ও পর্যটন কমিটির ভাইস চেয়ারম্যান, ইউরোপ-চীন 'এক অঞ্চল, এক পথ' সংস্কৃতি ও পর্যটন উন্নয়নের কমিটির চেয়ারম্যান ইস্টবোর্ন উয়াহ্যায়সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও অন্য মহলের ব্যক্তি এদিনের তত্পরতায় উপস্থিত ছিলেন। তাছাড়া চীন ও ইউরোপের উচ্চ পর্যায়ের অফিসিয়াল প্রতিনিধি এবং ১২০জন দু'পক্ষের পর্যটন শিল্পের বিশেষজ্ঞও অংশ নিয়েছেন।

দু'দফার গোল টেবিল ফোরামে চীন ও ইউরোপের সরকারি কর্মকর্তা, মিডিয়া, পযর্টন ও সাংস্কৃতিক মহলের প্রতিনিধি 'চীন-ইউরোপ পর্যটন বছরের ভূমিকা ও তত্পরতা' এবং 'চীন-ইউরোপ পর্যটন ও সংস্কৃতি বিষয়ক সহযোগিতা ত্বরাণিত করা' দু'টি টপিক নিয়ে বিনিময় করেছেন।

বন্ধুরা, এবারে শুনুন ফিলিপাইন-চীন ঐতিহ্যবাহী সংস্কৃতি উৎসব অনুষ্ঠিত শিরোনামে একটি সাংস্কৃতিক প্রবন্ধ।

১৮তম ফিলিপাইন-চীন ঐতিহ্যবাহী সংস্কৃতি উৎসব সম্প্রতি ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় শুরু হয়েছে।

চলতি ফিলিপাইন-চীন ঐতিহ্যবাহী সংস্কৃতি উৎসবের পার্ফমিং অনুষ্ঠান রয়েছে চীনের ঐতিহ্যবাহী সিংহ নাচ, দু'দেশের লোক সঙ্গীত ইত্যাদি। সংস্কৃতি উত্সবের উদ্বোধনী অনুষ্ঠানে ল্যান্টার্ন ধাঁধা, কাগজ কাটা এবং ওয়েইছি দাবাসহ বিভিন্ন ঐতিহ্যবাহী চীনা সাংস্কৃতিক অনুষ্ঠান আছে।

ফিলিপাইনে চীনের রাষ্ট্রদূত জাও চিয়েন হুয়া বলেছেন, ফিলিপাইন-চীন ঐতিহ্যবাহী সংস্কৃতি উৎসব ১৩ বছর ধরে অনুষ্ঠিত হয়েছে। এর প্রক্রিয়ায় দু'দেশের মৈত্রীও আরো গভীর হয়ে পড়ে। তিনি বিশ্বাস করেন, দু'নেতার নেতৃত্বে চীন-ফিলিপাইন সম্পর্ক আরো দৃঢ় হবে, উন্নয়ন হবে।

ম্যানিলা শহরের মেয়রের বিশেষ প্রতিনিধি, এ শহরের সাংস্কৃতিক ব্যুরোর পরিচালক সেফিয়া অর্বোলুদুরা বলেছেন, ফিলিপাইন-চীন ঐতিহ্যবাহী সংস্কৃতি উৎসব দু'দেশের জনগণের পারস্পরিক সমঝোতার একটি গুরুত্বপূণ জানালায় পরিণত হয়। এর মাধ্যমে দু'দেশের সম্পর্ক ও জনগণের মৈত্রীর ইতিবাচক উন্নয়নের জন্য কল্যাণকর হবে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040