চীন-ইউরোপ চলচ্চিত্র ব্যক্তিদের উচিত আন্তঃসাংস্কৃতিক যোগাযোগ উন্নয়ন করা
  2018-04-10 13:18:37  cri

চতুর্থ চীন-ইউরোপ চলচ্চিত্র সেমিনার সম্প্রতি বার্লিনে অনুষ্ঠিত হয়েছে। এ সেমিনারকালে দু'পক্ষের চলচ্চিত্র ব্যক্তিরা কো-প্রকাশনা ফিল্ম নিয়ে গভীর আলোচনা করেছে। এ অনুষ্ঠানটির একটি আয়োজক সংস্থা Bridging the Dragonর চেয়ারম্যান, ইতালির বিখ্যাত পরিচালক ও প্রযোজক ক্রিস্টিয়ানো বোরোন্টোন এক সাক্ষাত্কারে বলেন, চীন ও ইউরোপের চলচ্চিত্র ব্যক্তিদের উচিত আন্তঃসাংস্কৃতিক যোগাযোগ উন্নয়ন করা, যাতে আরো ভাল ছবিকর্ম তৈরি করবে।

বোরোন্টোন পরিচয় করিয়ে দিয়ে বলেন, গত বছরে স্প্যানিশ সিনেমা 'অদৃশ্য অতিথি' চীনের ছবি বাজারে সাফল্য লাভ করে। ইউরোপিয়ান চলচ্চিত্র আবার চীনা ছবিব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করে। তিনি বলেন,

"চলচ্চিত্রে ইউরোপের অনেক প্রাধান্য আছে। অনেক ফিল্ম প্রতিভা, গভীর ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড, সুন্দর ইউরোপীয় দৃশ্য চীনা দর্শকদের জন্য খুবই আকর্ষণীয়। তাছাড়া আরেকটি ব্যাপার হলো পুঁজি সমর্থন।"

এ প্রেক্ষাপটে কো-প্রকাশনা ফিল্ম দু'পক্ষের চলচ্চিত্র ব্যক্তিদের মধ্যে একটি হট টপিকে পরিণত হয়। বোরোন্টোন আরো বলেন, আসলে কো-প্রকাশনা ফিল্ম এ ব্যাপারে দু'পক্ষের কার্যকর পরিক্ষা অভিজ্ঞতা রয়েছে। যেমন আঙ্গুর-ওয়াইন প্রতিবাদ্য হিসেবে চীন-ইতালি কো-প্রকাশনা একটি ফিল্ম; চাঁদ বিষয়ক চীন-নরওয়ে যৌথ প্রকাশিত একটি বিভীষিকাপূর্ণ চলচ্চিত্র; চীন ও ফ্রান্সের মধ্যে কো-প্রকাশনা কয়েকটি সংগ্রহ চলচ্চিত্র। পরিচালক হিসেবে বোরোন্টোন তার প্রথম চীন-ইতালি-বেলজিয়াম যৌথ-প্রতিযোগিতা ফিল্ম 'কফি ঝড়' শুটিং করেছেন। তাছাড়া প্রযোজক হিসেবে চীন-ইতালি কো-প্রকাশনা ফিল্মের কাজ প্রস্তুত করছেন তিনি। তিনি বলেন,

"কো-প্রকাশনা ফিল্মে কয়েকটি কঠিন ব্যাপার আছে। প্রথমে দু'পক্ষের চলচ্চিত্র উত্পাদনের পদ্ধতি ভিন্ন। তার পর ফিল্মের প্রতিবাদ্য সিদ্ধান্তও কঠিন, এ প্রতিবাদ্যে উচিত সময়ের অগ্রযাত্রার সঙ্গে এগিয়ে চলা। আমার মতে চীন ও ইউরোপীয় চলচ্চিত্র ব্যক্তিদের উচিত এ ধরণের সেমিনারে আরো বেশী অংশ নেওয়া, যাতে এর মাধ্যমে ক্রস-সাংস্কৃতিক বিনিময় শক্তিশালী করবে এবং সহযোগিতায় আস্থা স্থাপন করবে।"

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040