লোকসঙ্গীত শিল্পী আব্দুল আলীম
  2018-04-06 18:31:05  cri


 

 গত কয়েকটি অনুষ্ঠানে আমরা ভারতীয় বাংলা গানের শিল্পী হেমন্ত মুখপাধ্যায়ের কিছু গান শুনিয়েছি। আজ আমরা বাংলাদেশের জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী আব্দুল আলীমের গান শোনাবো।

আব্দুল আলীম বাংলা লোকসঙ্গীতকে অবিশ্বাস্য এক উচ্চতায় নিয়ে গিয়েছেন, যেখানে জীবন জগৎ এবং ভাববাদী চিন্তা একাকার হয়ে গিয়েছিল। অনুষ্ঠানের শুরুতে আমরা তার ভক্তিমূলক কিছু গান পরিবেশন করছি।

আবদুল আলীমের জন্ম ১৯৩১ সালের ২৭ জুলাই। তিনি বর্তমান ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের তালিবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। বাল্যকাল থেকেই আলীম সঙ্গীতের প্রবল অনুরাগী ছিলেন। অর্থনৈতিক অনটনের কারণে কোনো শিক্ষকের কাছে গান শেখার সৌভাগ্য তাঁর হয়নি। তিনি অন্যের গাওয়া গান শুনে গান শিখতেন; আর বিভিন্ন পালা পার্বণে সেগুলো গাইতেন। এভাবে পালা পার্বণে গান গেয়ে তিনি বেশ জনপ্রিয়তা লাভ করেন।

এখন শুনুন তাঁর আরও কিছু গান।

প্রিয় বন্ধুরা, শুনছিলেন লোকসংগীত শিল্পী আব্দুল আলীমের কণ্ঠে কয়েটি বাংলা গান।

আজকের অনুষ্ঠান এ পর্যন্তই। আগামী শুক্রবার একই দিন একই সময়ে আরও কিছু গান নিয়ে আপনাদের সামনে হাজির হবো। ততদিন আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন।

(তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040